টানা ৩ জয়ের পর আরও সতর্ক ম্যানইউ কোচ

২৬ অক্টোবর ২০২৫

টানা ৩ জয়ের পর আরও সতর্ক ম্যানইউ কোচ

বাজে সময়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দেড় বছরের বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে টানা তিন ম্যাচে জয় পেয়েছে। তবে এতেই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে শিষ্যদের মাটিতে পা রাখার আহ্বান জানিয়ে কোচ রুবেন আমুরি জানিয়েছেন, দলকে আরও মনোযোগী থাকতে হবে।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে এসেছে ইউনাইটেড। এর আগে তারা সান্ডারল্যান্ড এবং লিভারপুলের বিপক্ষেও জয় পেয়েছিল।

লিগে দলটি টানা তিন ম্যাচে সবশেষ জয়ের দেখা পেয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, এরিক টেন হাগের অধীনে। এরপর টানা বাজে পারফরম্যান্সের কারণে গত বছর অক্টোবরে বরখাস্ত হন এই ডাচ কোচ। তার জায়গায় দলের কোচ হিসেবে আমুরি এলেও পারফরম্যান্সে মোটেও ধারাবাহিক হতে পারছিল না ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি।

তবে সেপ্টেম্বরের শেষ দিকে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ ব্যবধানে হারের পর থেকে দলের পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। দল ছন্দে ফিরতে শুরু করলেও আমুরি সতর্ক করে দিয়েছেন, এই উত্থান মুহূর্তেই হারিয়ে যেতে পারে যদি খেলোয়াড়রা শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে মনোযোগ না ধরে রাখে।

আপনি অনুভব করতে পারবেন যে দলটা এখন একটু আলাদা। আমরা এখন ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারি এবং মনে হয় আমরা যেকোনো কিছু সমাধান করতে পারি। এটাই এমন ধরনের ম্যাচ জিততে সাহায্য করে, যখন আপনি খুব ভালো ফর্মে থাকেন।

তিন সপ্তাহ আগে পরিস্থিতি ছিল আলাদা, তাই আগামী তিন সপ্তাহেও সেটা বদলে যেতে পারে। উপভোগ করা যায়। কিন্তু একই রকম উদ্যম যেন আগামী দিনের অনুশীলনেও থাকে।

ব্রাইটনের বিপক্ষে এক ঘণ্টা পর ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল ইউনাইটেড। তবে অতিথিরা দুই গোল পরিশোধ করে ব্যবধান কমায়। এরপর যোগ করা সময়ে ব্রায়ান এমবুমো নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

শেষ দিকের সেই ভীতি সত্ত্বেও আমুরি জানান, ব্রাইটনের বিপক্ষে দলের পারফরম্যান্সে তিনি লিভারপুলের বিপক্ষে ২-১ জয়ের চেয়ে বেশি সন্তুষ্ট।

আমি মনে করি এটা ছিল আরও পরিপূর্ণ এক পারফরম্যান্স। আপনি লিভারপুলের বিপক্ষে যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু সেই ম্যাচে তাদের হার প্রাপ্য ছিল না। জয় আমাদের প্রাপ্য ছিল, কিন্তু হার তাদের প্রাপ্য ছিল না। আমার মতে, আজ আমরা সবকিছুই কিছুটা করে করেছি।

আমরা বল দখলে রেখেছি, সুযোগ তৈরি করেছি, উপরে উঠে রক্ষণ করেছি, নিচে নেমেও রক্ষণ করেছি। তাই যখন এটা আরও পরিপূর্ণ লাগে, তখন আমি নিজেও একজন কোচ হিসেবে আরও সম্পূর্ণ বোধ করি। তাই আজকেরটা আমি গত সপ্তাহের চেয়ে বেশি পছন্দ করেছি।

মন্তব্য করুন: