চোট কাটিয়ে টি-টুয়েন্টি দলে ফিরলেন লিটন

২৩ অক্টোবর ২০২৫

চোট কাটিয়ে টি-টুয়েন্টি দলে ফিরলেন লিটন

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলে ফিরেছেন লিটন দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এশিয়া কাপ আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। ভিসা জটিলতায় লিটনের বদলে আফগানিস্তান সিরিজে খেলতে যেতে না পারা সৌম্য সরকারের দলে জায়গা হয়নি।

গত মাসে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় মাংশপেশির চোটে পড়েন লিটন। সেই চোটের কারণে এশিয়া কাপের বাকি অংশ এবং আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই দলের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে জাকের আলীর নেতৃত্বে আফগানদের হোয়াইটওয়াশড করে বাংলাদেশ।

দলে জায়গা হারানো সাইফউদ্দিন আফগানিস্তানের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টুয়েন্টি ১৫ রানে উইকেট নিয়েছিলেন।

আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ২৯ ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টির দল:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

মন্তব্য করুন: