লিগে টানা চতুর্থ হারে অনাকাঙ্ক্ষিত রেকর্ড, ক্ষুব্ধ লিভারপুল কোচ

২৬ অক্টোবর ২০২৫

লিগে টানা চতুর্থ হারে অনাকাঙ্ক্ষিত রেকর্ড, ক্ষুব্ধ লিভারপুল কোচ

শিরোপা ধরে রাখার অভিযানে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরুর পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে লিভারপুল। এবার তারা হেরে গেছে ব্রেন্টফোর্ডের কাছে। লিগে টানা চতুর্থ হারে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছেন কোচ আর্নে স্লট।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-২ গোলে হারের পর প্রিমিয়ার লিগ যুগে ক্লাবের ইতিহাসে টানা হারের রেকর্ড স্পর্শ করল লিভারপুল।

প্রিমিয়ার লিগসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার পরাজয়ের পর গত বুধবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। কিন্তু ঘরোয়া লিগে ফিরতেই আবারও পুরোনো দশাতেই রয়ে গেছে তারা।

লিগে টানা পাঁচ জয়ে মৌসুম শুরু করার পর টানা চার ম্যাচ হারল অলরেডরা। ৯ মাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ষষ্ঠ স্থানে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির তাদের সবচেয়ে বাজে অবস্থান। গত মৌসুমে শিরোপা জয়ের পথে সব মিলিয়ে মাত্র চার ম্যাচ হেরেছিল দলটি।

ম্যাচ শেষে লিভারপুলের কোচ হিসেবে এটাই তার সবচেয়ে বাজে ফলগুলোর একটি কি না – প্রশ্নের উত্তরে স্লট বলেন, “ফুটবলে ম্যাচ হারের হিসেবে আমার এই অধ্যায়ে এটাই (সবচেয়ে খারাপ)।

গত মৌসুমের শুরুতে লিভারপুলের দায়িত্ব নিয়ে অভিষেক মৌসুমেই দলকে রেকর্ড ২০তম লিগ শিরোপা এনে দেন স্লট। শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা দারুণ করলেও এরপরই ঘটে ছন্দপতন। সেপ্টেম্বরে ক্রিস্টাল প্যালেসের মাঠে প্রথম পরাজয়ের পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডর ও ব্রেন্টফোর্ডের কাছে হারল তারা।

এই ডাচ কোচের মতে, এই চার ম্যাচের মধ্যে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবচেয়ে বাজে খেলেছে লিভারপুল।

এই ম্যাচগুলোর মধ্যে তুলনা করা সম্ভব নয়, সবচেয়ে দুর্ভাবনার জায়গা হলো টানা চারটি পরাজয়। সবসময় ম্যাচের ফলই মূল বিবেচ্য বিষয়। এরপর দলের পারফরম্যান্স পর্যালোচনা করা যেতে পারে। আর আমার মতে, যে চার ম্যাচে আমরা হেরেছি, তার মধ্যে দলের আজকের পারফরম্যান্স ছিল সবচেয়ে বাজে।

আমার মতে, আমরা মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে পারিনি, বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধেও কিছু কিছু সময়। আমার মনে হয়, আমাদের চেয়ে তারা বলের লড়াইয়ে বেশি জিতেছে।

মন্তব্য করুন: