ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

আগামী মাসে যুক্তরাষ্ট্রে নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসের। কিন্তু পর্তুগিজ মহাতারকার ভক্ত-সমর্থকদের মনে আশা জাগিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন, অন্য ক্লাবের হয়ে রোনালদোর খেলার আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইশোস্পিডের শুক্রবার রাতের এক লাইভ অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। এ নিয়ে কয়েকটি ক্লাবের আলোচনা চলছে। তাই কোনো ক্লাব যদি এটি দেখে থাকে এবং রোনালদোকে ক্লাব বিশ্বকাপের জন্য দলে নিতে চায় কে জানে কী হতে পারে। এখনও কয়েক সপ্তাহ সময় আছে।

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতায় এবারের ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রোনালদোর আল-নাসের। তবে দলের সময়টা খারাপ গেলেও নিজের পারফরম্যান্সে ধার ধরে রেখেছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে দলের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা।

রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছাড়াও মেসি-রোনালদোর এক দলে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন ফিফা সভাপতি।

দুজনই দারুণ খেলোয়াড়। আপনি যদি পর্তুগিজ হন তাহলে আপনি রোনালদোর জন্য, আর্জেন্টাইন হলে আপনি মেসির জন্য। আপনি যদি ফুটবলের ভক্ত হন তাহলে আপনি তাদেরকে একসঙ্গে দেখতে চাইবেন কারণ, আপনি খেলাটিকে ভালোবাসেন।

এমনকি আমিও তাদেরকে একসঙ্গে খেলতে দেখতে চাইবো। কল্পনা করুন তারা দুজন একই দলের হয়ে খেলছে। এটা দারুণ কিছু হতো না?”

আমরা একটা দল গঠন করে এটা করতে পারি, অবশ্যই তা মহৎ কোনো উদ্দেশে। অথবা এটার জন্যও (ক্লাব বিশ্বকাপের ট্রফির দিকে ইশারা করে)।

বিশ্বের বিভিন্ন দেশের ৩২টি ক্লাব নিয়ে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল-আহলির ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

মন্তব্য করুন: