ভিনিসুসের গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

ভিনিসুসের গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

প্যারাগুয়েকে একমাত্র গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি কোয়ালিফাই করা দ্বিতীয় দল হলো ব্রাজিল। এর আগে গত মার্চে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মূলপর্বে তাদের জায়গা নিশ্চিত করেছিল।

বাংলাদেশ সময় বুধবার সকালে সাও পাওলোতে প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়র গোল করে নতুন কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের মাটিতে তার প্রথম ম্যাচে জয় এনে দেন।

প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করা একমাত্র দল ব্রাজিল তাদের এই রেকর্ড আরও বাড়াল। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া আসর হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের ২৩তম বিশ্বকাপ।

পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে এ অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে একুয়েডর।

এর আগে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে যায় উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর নিজেদের মাঠে জয় পেল তারা।

অন্য ম্যাচে ৮১তম মিনিটে থিয়াগো আলমাদা লক্ষ্যভেদ করলে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ২৪তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া।

বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে চিলির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। ম্যাচ শেষেই কোচ রিকার্দো গারেকা পদত্যাগ করেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add