আরও ২ বছর বার্সেলোনায় থাকছেন স্ট্যান্সনি
৮ জুলাই ২০২৫

অবসর ভেঙে গত মৌসুমে গোলকিপার হিসেবে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ভয়চেক স্ট্যান্সনি। কোচের আস্থা অর্জন করে হয়ে উঠেছিলেন গোলপোস্টের নিচে দলের মূল ভরসার নাম। এবার কাতালান ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই পোলিশ।
সোমবার স্ট্যান্সনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় বার্সেলোনা। গত অক্টোবরে কয়েক মাসের জন্য ক্লাবটিতে যোগ দেওয়া ৩৫ বছর বয়সী এই গোলকিপার কাম্প নাউতে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত।
চোটের কারণে বার্সেলোনার মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন প্রায় পুরো মৌসুম থেকে ছিটকে যানা। এরপর ক্লাবটির ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে মৌসুমের বাকি সময়ের জন্য দলে যোগ দেন স্ট্যান্সনি। প্রথম দিকে শুরুর একাদশে জায়গা না পেলেও কোচ হানসি ফ্লিকের আস্থা অর্জন করে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩০টি ম্যাচ খেলেন। অবদান রাখেন বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে।
গত মে মাসে বার্সেলোনা কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পাওয়ার কথা জানান স্ট্যান্সনি। সে সময় তিনি জানিয়েছিলেন পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
স্ট্যান্সনি চুক্তি নবায়ন করায় বার্সেলোনার মূল একাদশে গোলকিপারের সংখ্যা এখন চারজন। টের স্টেগেন সেরে উঠেছেন চোট থেকে। আগে থেকেই আছেন ইনাকি পেনিয়া। সম্প্রতি আড়াই কোটি ইউরোতে দলে নেওয়া হয়েছে ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে।
২০০৯ সালে আর্সেনালে পেশাদার ক্যারিয়ারের শুরু হয় স্ট্যান্সনির। ইংলিশ ক্লাবটিতে ছিলেন ২০১৭ সাল পর্যন্ত। মাঝে ধারে খেলেছেন ব্রেন্টফোর্ড ও রোমায়। ২০১৭ সালে যোগ দেন ইউভেন্তুসে। গত আগস্টের মাঝামাঝি পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন তিনি। এরপর মাসের শেষ দিকে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন: