৭ ম্যাচে ষষ্ঠ হার, লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়

৩০ অক্টোবর ২০২৫

৭ ম্যাচে ষষ্ঠ হার, লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়

মৌসুমের শুরুটা দুর্দান্ত করে খেই হারিয়ে ফেলা লিভারপুল আবার হেরেছে। লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে বিধ্বস্ত হয়ে আসর থেকে বিদায় নিয়েছে আর্নে স্লটের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে এটি তাদের ষষ্ঠ পরাজয়।

বুধবার অ্যানফিল্ডে ১০ জনের দল নিয়ে প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিভারপুল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দুর্দান্ত শুরু করা স্লটের দলের ছন্দ পতনের শুরুটা হয় গত ২৭ সেপ্টেম্বর এই প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়েই। প্রিমিয়ার লিগ ম্যাচে সেদিন ২-১ গোলে হেরে মৌসুমে প্রথম হারের মুখ দেখে তারা। সেদিন থেকে লিগে টানা চারটি ম্যাচ হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে কেবল চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছিল লিভারপুল।

এদিন প্রিমিয়ার লিগের অন্যান্য দলগুলোর মতো প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন স্লট। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণে বেশ পিছিয়েই ছিল স্বাগতিকরা। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া ৮টি শটের মধ্যে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ১৪ শট নেওয়া প্যালেস লক্ষ্যে রাখে ৮টি।

প্রথমার্ধে দুই গোল হজম করা অলরেডরা তৃতীয় গোল হজম করে ৮৮তম মিনিটে। এর মাঝে ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা ইংলিশ তরুণ ডিফেন্ডার আমারা নালো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল।

আগামী শনিবার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে স্লটের দল। এর তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে তারা।

মন্তব্য করুন: