ক্লাব বিশ্বকাপে তীব্র গরমে অসুস্থ বোধ করেছিলেন ফের্নান্দেস
১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে অসহনীয় গরমের কারণে মাথা ঘোরার অনুভূতি হয়েছিল বলে জানিয়েছেন চেলসি মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। আর্জেন্টাইন এই তারকার মতে, এই ধরনের আবহাওয়ায় খেলা ‘বিপজ্জনক’।
৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া এবারের ক্লাব বিশ্বকাপের পর্দা নামবে রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসি ও পিএসজির মধ্যকার শিরোপা লড়াই দিয়ে। মাঠে জমজমাট খেলা দেখা গেলেও খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি ও যুক্তরাষ্ট্রে গড়পড়তা দর্শকসংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে।
গত মঙ্গলবার নিউ জার্সিতে স্থানীয় সময় বিকেল ৩টায় চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার প্রথম সেমি-ফাইনালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, বাতাসে আর্দ্রতা ছিল ৫৪ শতাংশেরও বেশি।
এই গরমে খেলে বেশ কষ্ট পাওয়া ফের্নান্দেস শুক্রবার সাংবাদিকদের বলেন, “সত্যি কথা বলতে, গরমটা অবিশ্বাস্য। সেদিন তো আমি মাটিতে শুয়ে পড়েছিলাম, কারণ মাথা ঘুরছিল। এই তাপমাত্রায় খেলা খুবই বিপজ্জনক। খুবই বিপজ্জনক।”
“এই গরম শুধু খেলোয়াড়দের জন্য নয়, যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসে কিংবা বাসায় বসে উপভোগ করে, তাদের জন্যও সমস্যা। খেলার গতি কমে যায়, সবকিছু ধীর হয়ে পড়ে।”
বেশ কয়েকটি শহরের আবহাওয়া টুর্নামেন্ট জুড়েই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী বছর ফুটবল বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে দেখা হচ্ছিল প্রস্তুতির অংশ হিসেবে। যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো ও কানাডায় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর।
এ প্রসঙ্গে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতা ফের্নান্দেস বলেন, “আশা করি আগামী বছর এই সূচিতে পরিবর্তন আনা হবে। অন্তত এমনভাবে যাতে খেলা দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় থাকে।”
চেলসি কোচ এনসো মারেস্কাও আগেই গরম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন ফিলেডেলফিয়ায় নিয়মিত দুপুরে ট্রেনিং করানো প্রায় অসম্ভব।
আবহাওয়া নিয়ে চেলসির ডিফেন্ডার লেভি কলউইল বলেন, “কিছু জায়গায় গরম খুবই তীব্র ছিল। আগের রাউন্ডে আমি খেলা দেখছিলাম আর মনে হচ্ছিল, ‘ওহ! খেলোয়াড়দের জন্য কত কঠিন একটা পরিস্থিতি।’ আমার ওদের জন্য খারাপ লাগছিল। তবে ওরা ভালোভাবেই সামলে নিয়েছে।”
মন্তব্য করুন: