ফিফা থেকে ছুটি আর বিশ্রাম আদায় করে নিলেন ফুটবলাররা
১৩ জুলাই ২০২৫

ফুটবলের ব্যস্ত সূচির কারণে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। এবার ফিফা ও বিশ্ব ফুটবলারদের ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যকার এক গুরুত্বপূর্ণ বৈঠকে খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক বিশ্রাম নিশ্চিত হয়েছে। এটিকে বড় জয় হিসেবে দেখছে ফুটবলারদের ইউনিয়নগুলো।
শনিবার নিউ ইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়ে একাধিক সিদ্ধান্ত আসে। এখন থেকে প্রতিটি ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘণ্টা বিশ্রাম এবং মৌসুম শেষে তিন সপ্তাহের ছুটি পাবেন খেলোয়াড়রা। এছাড়া প্রতি সপ্তাহে অন্তত একটি ‘রেস্ট ডে’ বা বিশ্রামের দিনেরও পরিকল্পনা করা হচ্ছে।
গত বছর জুনে বিশ্ব ফুটবলারদের সর্বোচ্চ সংগঠন ফিফপ্রো এবং ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড়দের ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তাদের অভিযোগ ছিল, ফিফা তার প্রভাব খাটিয়ে খেলোয়াড়দের মতামত ছাড়াই বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণ করেছে, যা ইউরোপীয় প্রতিযোগিতা আইনের লঙ্ঘন।
ফিফার বিবৃতিতে বলা হয়, “আলোচনায় খেলোয়াড়দের (পুরুষ ও নারী উভয়ই) স্বাস্থ্যসুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এটি একটি অগ্রাধিকারমূলক বিষয়, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার গৃহীত কর্মক্ষেত্রে ঝুঁকি প্রতিরোধ কাঠামোর অংশ।”
“ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম ও মৌসুম শেষে ২১ দিনের বিরতির বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। ক্লাব ও খেলোয়াড়রা তাদের নিজ নিজ ম্যাচ ক্যালেন্ডার ও চুক্তি অনুযায়ী এ সময় পরিচালনা করবে।”
বিশ্রাম ছাড়াও খেলোয়াড়দের ভ্রমণ, বিশেষ করে দীর্ঘ আন্তঃমহাদেশীয় যাত্রা ও চরম আবহাওয়ায় খেলার বিষয়গুলোকেও ভবিষ্যৎ আন্তর্জাতিক ম্যাচের সূচী নীতিনির্ধারণে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ফিফা।
খেলোয়াড়দের ইউনিয়নগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে ফিফা কাউন্সিলের বৈঠকে খেলোয়াড় সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধি রাখার প্রস্তাবও বিবেচনায় রাখা হচ্ছে।
ইউরোপিয়ান মৌসুম শেষেই ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে ২০২৪ ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিফা।
মন্তব্য করুন: