চুক্তিভঙ্গের অভিযোগ জাপান সফর বাতিল বার্সেলোনার
২৪ জুলাই ২০২৫

এশিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে জাপান সফরে যাওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু সফরের আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে সফরটি বাতিল করেছে স্প্যানিশ ক্লাবটি। শঙ্কা আছে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচ নিয়েও।
আগামী রোববার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হওয়ার কথা ছিল। এছাড়াও দক্ষিণ কোরিয়ার দুই ক্লাব এফসি সিওলের বিপক্ষে ৩১ জুলাই এবং ডেইগু এফসির বিপক্ষে ৪ আগস্ট মাঠে নামার কথা রয়েছে হানসি ফ্লিকের দলের।
বুধবার এক বিবৃতিতে জাপানে ম্যাচ বাতিলের ঘোষণা দিয়ে বার্সেলোনার তরফ থেকে বলা হয়, “আয়োজক প্রতিষ্ঠানের গুরুতর চুক্তিভঙ্গের কারণে বার্সেলোনা জাপানে হতে যাওয়া ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে। তবে নির্দিষ্ট আয়োজক প্রতিষ্ঠান কিছু শর্ত পূরণ করতে পারলে দক্ষিণ কোরিয়ার সফরটি পুনর্বিন্যাসের কথা ভাববে ক্লাবটি।”
সফর বাতিলের ঘটনায় জাপানের বার্সেলোনা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে লা লিগা চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচ বাতিলের ঘটনায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ভিসেল কোবে জানায়, তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করছে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্সেলোনা আয়োজক প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও, সফর ঘোষণার সময় তারা ইয়াসুদা গ্রুপকে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছিল। সংবাদসংস্থা রয়টার্স জানায়, এ বিষয়ে ইয়াসুদার মন্তব্য জানার চেষ্টা চলছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ম্যাচগুলো আয়োজনে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডি-ড্রাইভের প্রধান নির্বাহী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, বার্সেলোনার সফর সফল করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
মন্তব্য করুন: