এবার ৩ মাসের জন্য মাঠের বাইরে টের স্টেগেন
২৫ জুলাই ২০২৫

দীর্ঘ সময় চোটের কারণে বাইরে থেকে গত মৌসুমের শেষ দিকে মাঠে ফিরেছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। এবার পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার এই গোলরক্ষক। ফলে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বৃস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে জার্মান এই গোলরক্ষক জানান, শারীরিকভাবে ভালো অবস্থায় থাকলেও পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে তিনি অস্ত্রোপচার করাবেন।
“গত বার পিঠের অস্ত্রোপচারের পর আমি ৬৬ দিন পর মাঠে ফিরেছিলাম। তবে এবার চিকিৎসকরা ধারণা করছেন, কোনো ঝুঁকি এড়াতে সতর্কতা হিসেবে প্রায় তিন মাস সময় লাগবে (সেরে উঠতে)। এই সময়ের মধ্যে দলকে সাহায্য করতে না পারা অনেক কষ্টের।”
গত মৌসুমের শুরুতে হাঁটুতে পাওয়া চোটের কারণে অস্ত্রোপচারের পর সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল টের স্টেগেনকে। সেবার মাঠে ফিরেছিলেন গত মে মাসে। এর আগে ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচারের করিয়েছিলেন তিনি।
টের স্টেগেন এমন সময় মাঠের বাইরে যাচ্ছেন যখন ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। গত মাসে এস্পানিওল থেকে তরুণ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে নেয় বার্সেলোনা। এছাড়াও দলে গোলরক্ষক হিসেবে আছেন ভয়চেখ স্ট্যান্সনি ও ইনিয়াকি পেনিয়া।
দীর্ঘদিন বার্সেলোনার মূল গোলরক্ষক ছিলেন টের স্টেগেন। তবে গত মৌসুমে তার চোটের কারণে স্ট্যান্সনির শরণাপন্ন হয় কাতালান ক্লাবটি। শুরুতে মূল একাদশে জায়গা না পেলেও ধীরে ধীরে দলের মূল গোলরক্ষক হয়ে ওঠেন এই পোলিশ। দলকে ঘরোয়া ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন স্ট্যান্সনি।
মন্তব্য করুন: