বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন
৯ আগস্ট ২০২৫

একদিন পরই বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। জার্মান এই গোলরক্ষক তার চিকিৎসা বিষয়ক তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠাতে রাজি হওয়ায় তাকে আবারও নেতৃত্ব ফিরিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।
শুক্রবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, লা লিগার কাছে চিকিৎসা বিষয়ক তথ্য পাঠাতে রাজি হওয়ায় টের স্টেগের বিরুদ্ধে আনা শৃঙ্খলাভঙ্গের অভিযোগটি বন্ধ করা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে আবার প্রথম দলের অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে পিঠের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় গত বৃহস্পতিবার টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল।
গত মাসে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে ২৪ বছর বয়সী গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে নেয় বার্সেলোনা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাস র্যাশফোর্ডকে এক বছরের জন্য ধারে দলে নেয় তারা। কিন্তু তাদেরকে এখনও নিবন্ধন করাতে পারেনি দলটি। টের স্টেগেনকে বিক্রি করে এই দুই ফুটবলারকে নিবন্ধন করার কথা ভাবছিল ক্লাবটি।
কিন্তু গত মৌসুমে হাঁটুর চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা টের স্টেগেনের পিঠে নতুন করে অস্ত্রোপচার করা হয় গত মাসের শেষ দিকে। ফলে গ্রীষ্মকালীন দলবদলে তাকে বিক্রি করার রাস্তা বন্ধ হয়ে যায়।
সংকট সমাধানে টের স্টেগেনকে দীর্ঘ মেয়াদি চোটের তালিকায় রাখতে চেয়েছিল বার্সেলোনা, যেন মৌসুমের মাঝামাঝি পর্যন্ত তার পারিশ্রমিকের একটি বড় অংশ কমিয়ে লা লিগার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি মেনে ক্লাবটি নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে।
কিন্তু ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যামে জানান, চোট থেকে সেরে উঠতে তার তিন মাস সময় লাগবে। এতেই বার্সেলোনার হয়ে চারশর বেশি ম্যাচ খেলা এই ফুটবলারের ওপর ক্ষুদ্ধ হয় ক্লাব কর্তৃপক্ষ। কারণ লা লিগা নিয়ম অনুযায়ী দীর্ঘমেয়াদি চোট গণ্য হতে হলে কমপক্ষে চার মাস অনুপস্থিত থাকতে হয়।
ক্লাবের কঠোর অবস্থানের পর শুক্রবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ বার্তায় নিজের অবস্থান তুলে ধরে টের স্টেগেন দাবি করেন, তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসক ও ক্লাবের সম্মতিতেই হয়েছে। পুনর্বাসনের জন্য তিনি যে তিন মাসের কথা উল্লেখ করেছিলেন সেটি নূন্যতম সময় ধরে বলেছেন।
তবে কর্তৃপক্ষের কাছে টের স্টেগেন তার চিকিৎসার তথ্য পাঠাতে সম্মতি দিলেও লা লিগার মেডিকেল কমিটি সিদ্ধান্ত নেবে, এই গোলকিপারের বেতনের অংশ ব্যবহার করে বার্সেলোনা নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে কি না।
মন্তব্য করুন: