হার দিয়ে মৌসুম শুরু করলেও খুশি ম্যান ইউ কোচ
১৮ আগস্ট ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমুরি। পুনর্গঠিত দল নিয়ে আশাবাদী এই পর্তুগিজ কোচের দাবি, তার দল এখন লিগের যেকোনো দলকে হারাতে সক্ষম।
রোববার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের কাছে ১-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচের ১৩তম মিনিটে গোলকিপার আলতাই বায়িন্দির ভুলে গোল হজম করে স্বাগতিকরা। তবে পুরো ম্যাচে এটি ছাড়া আর খুব বেশি ভুল করতে দেখা যায়নি আমুরির দলকে।
বল দখল কিংবা আক্রমণে অনেকটা এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা ২২টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। অন্যদিকে ৯ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে আমুরি বলেন, “আমাদের এমন খেলোয়াড় আছে যারা প্রিমিয়ার লিগে যেকোনো ম্যাচ জেতাতে পারে। আমরা গত বছরের তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলাম। পুরো ম্যাচ জুড়ে আমরা এক জনের বিপক্ষে এক লড়াই করেছি এবং হাই প্রেসিং করেছি। বল নিয়েও আমরা ভালো ছিলাম।”
দলের আক্রমণভাগের নতুন দুই খেলোয়াড় মাতেউস কুনিয়া ও ব্রায়ান এমবুমো আক্রমণে গতি ও সৃজনশীলতা যোগ করেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়া তার তিনটি শট লক্ষ্যে রাখেন। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।
এই দুই ফরোয়ার্ডকে নিয়ে ইউনাইটেড কোচ বলেন, “আমরা অনেক কিছু সঠিকভাবে করেছি। আমরা বেশি আক্রমণাত্মক এবং সাহসী ছিলাম। নির্দিষ্ট মুহূর্তে ব্রায়ান এবং কুনিয়া অনেক সাহায্য করেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি … আমরা আমাদের খেলার ধরন বজায় রেখেছি এবং এটা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে।”
লিগে গত মৌসুমে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করে ইউনাইটেড। আসর শেষ করেছিল তালিকার ১৫ নম্বরে থেকে। তবে নতুন মৌসুমে সমর্থকদের আবারও পুরোনো ইউনাইটেডের খেলা উপহার দেওয়ার আশা প্রকাশ করেন আমুরি।
“দর্শকরা আবার সেই অনুভূতি চায়। … আমাদের গত মৌসুমের তুলনায় বেশি জেতার প্রয়োজন। তবে তারা কিছু দেখতে এবং অনুভব করতে চায়।”
আগামী রোববার ফুলহ্যামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইউনাইটেড।
মন্তব্য করুন: