নভেম্বরে ভারতে আসবে মেসির আর্জেন্টিনা
২৩ আগস্ট ২০২৫

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী নভেম্বরে ভারতে আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিবৃতিতে জানানো হয়, আগামী অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে বের হবে আর্জেন্টিনা। অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখ লিওনেল স্কালোনির দল অবস্থান করবে যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাদের বিপক্ষে এবং কোথায় খেলবে তা এখনও ঠিক করা হয়নি।
এরপর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বছরের শেষ প্রীতি ম্যাচগুলো খেলবে লিওনেল মেসিরা। তখনই ভারতে আসবে তারা। ম্যাচের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে কেরালাকে। বাকি ম্যাচ খেলবে অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। এই প্রীতি ম্যাচেগুলোর প্রতিপক্ষ এখনও ঠিক করা হয়নি।
এর আগে ২০১১ সালে প্রীতি ম্যাচ খেলতে ভারত এসেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ১-০ হারিয়েছিল মেসির দল।
মন্তব্য করুন: