৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকা

২৫ আগস্ট ২০২৫

৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকা

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকাকে।

বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানায়, আর্সেনালের হয়ে আগামী রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ ছাড়াও আগামী মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না সাকা।

গত শনিবার ঘরের মাঠে লিগ ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে চোট পান সাকা। প্রথমার্ধের শেষ দিকে দলের দ্বিতীয় গোল করা ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ৫৪তম মিনিটে মাঠ ছাড়েন।

গত মৌসুমে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করা হয় সাকার। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মার্টিন ওদেগার্দকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে আর্সেনালের। লিডসের বিপক্ষে প্রথমার্ধে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নরওয়ের এই প্লেমেকার।

সবশেষ তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্স-আপ হওয়া আর্সেনাল এবারের মৌসুমের শুরুটা ভালো করেছে। প্রথম দুই ম্যাচ জিতে আপাতত তালিকার শীর্ষে আছে মিকেল আর্তেতার দল।

মন্তব্য করুন: