চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য ‘প্রস্তুত নয়` ম্যান ইউ

২৭ আগস্ট ২০২৫

চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য ‘প্রস্তুত নয়` ম্যান ইউ

গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্স করে এবারের মৌসুমের কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমের শুরুতেই কোচ রুবেন আমুরি জানিয়েছেন, তার দল ইউরোপে খেলার জন্য প্রস্তুত নয় এবং চ্যাম্পিয়নস লিগে প্রতিযোগিতা করার মতো শক্ত ভিত গড়তে তাদের আরও সময় প্রয়োজন।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় কাটানো ইউনাইটেড গত মৌসুম শেষ করে তালিকার ১৫ নম্বরে থেকে। তবে তাদের সামনে সুযোগ ছিল নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার। কিন্তু ইউরোপা লিগের ফাইনালে ধুঁকতে থাকা টটনাম হটস্পারের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করে আমুরির দল।

বুধবার ইংলিশ ফুটবল লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমুরি বলেন, “আমি মনে করি আমরা ইউরোপে খেলার জন্য প্রস্তুত ছিলাম না, এটা আমার মনে হয়। চ্যাম্পিয়নস লিগে শক্ত ম্যাচ খেলে আবার প্রিমিয়ার লিগ খেলতে হলে আমাদের দল হিসেবে গড়ে উঠতে সময় নিতে হবে।

তাই (খেলোয়াড়দের) নিজেদের জায়গার জন্য লড়াই করতে হবে। আর তখন সবকিছু বদলে যেতে পারে।

২০২৫-২৬ মৌসুমের শুরুটাও ভালো হয়নি রেড ডেভিলদের। প্রথম ম্যাচে ঘরের মাঠে আর্সেনালের কাছে - গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের মাঠে - গোলে ড্র করে তারা।

ফুলহ্যামের বিপক্ষে লিড ধরে রাখতে না পারার জন্য রক্ষণাত্মক মানসিকতাকে দায়ী ইউনাইটেড কোচ বলেন, “খেলাগুলো সত্যিই খুব প্রতিযোগিতামূলক। আমাদের ভিত গড়তে সময় দরকার, তারপর ভবিষ্যতে এগোনো যাবে। আমরা এমন এক সময়ে পৌঁছাব যেখানে ইউরোপে খেলা দরকার হবে যেন সবাই ম্যাচ খেলার সুযোগ পায়।

মন্তব্য করুন: