চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে লিভারপুল-সিটিকে পেল রিয়াল, বার্সার প্রতিপক্ষ পিএসজি-চেলসি
২৯ আগস্ট ২০২৫

চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের প্রতিপক্ষগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি।
বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের ড্র।
গত মৌসুম থেকে ইউরোপ ক্লাব সেরার প্রতিযোগিতাটি ৩৬ দলের নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আগের মতো গ্রুপপর্ব নেই। লিগপর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ, যার চারটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে মোট ১০ বার মুখোমুখি হয়েছে রিয়াল-সিটি। সবশেষ আসরে পেপ গুয়ার্দিওলার দলকে নকআউট পর্বের প্লেঅফে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল স্প্যানিশ জায়েন্টরা। এবার ঘরের মাঠে প্রথম রাউন্ডেই ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে শাবি আলোনসোর দল।
সিটি ছাড়াও সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল খেলবে ইতালির ইউভেন্তুস এবং ফ্রান্সের মার্সেই ও মোনাকোর বিপক্ষে। টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের তাদের বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, পর্তুগালের বেনফিকা, গ্রিসের অলিম্পিয়াকোস ও কাজাখস্তানের কাইরাত আলমাতির মাঠে।
অন্যদিকে ঘরের মাঠে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি, জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও ডেনমার্কের কোপেনহেগেনকে। লা লিগা চ্যাম্পিয়নরা তাদের বাকি চার ম্যাচ চেলসি, বেলজিয়ামের ক্লাব ব্রুজ, চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাহা ও ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে।
প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের জন্য দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আগামী বছর ২৮ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে ৩০ মে।
প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। তালিকার ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো নকআউট পর্বের জন্য দুই লেগের প্লে-অফে মুখোমুখি হবে। এখন থেকে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি টিকিটগুলো।
লিগ পর্বে ১ নম্বর পটে থাকা দলগুলোর প্রতিপক্ষ:
পিএসজি: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটনাম হটস্পার (হোম), স্পোর্তিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে)
রিয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ইউভেন্তুস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) কাইরাত আলমাতি (অ্যাওয়ে)
ম্যানচেস্টার সিটি: বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বুদে/গ্লিম্ট (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), মোনাকো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ন এসজি (হোম), পাফোস (অ্যাওয়ে)
লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে)
ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম), ইউনিয়ন এসজি (অ্যাওয়ে)
চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)
বরুশিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ইউভেন্তুস (অ্যাওয়ে), বুদে/গ্লিম্ট (হোম), টটনাম হটস্পার (অ্যাওয়ে), আথলেতিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)
বার্সেলোনা: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)
মন্তব্য করুন: