পিএসজি ম্যাচের আগে ২ মিডফিল্ডারকে হারাল বার্সেলোনা
২২ সেপ্টেম্বর ২০২৫

আগামী মাসে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডারকে হারিয়েছে বার্সেলোনা। মাংসপেশির চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফের্মিন লোপেস। অন্যদিকে হাঁটুর চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে গাভির।
রোববার লা লিগায় ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বাঁ পায়ের মাংসপেশির চোটে পড়েন লোপেস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।
সোমবার এক বিবৃতিতে ২২ বছর বয়সী এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা জানায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। গত সপ্তাহে ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লোপেস।
আরেক মিডফিল্ডার গাভিকে নিয়েও দুঃসংবাদ দিয়েছে বার্সেলোনা। ডান হাঁটুর চোট থেকে সেরে উঠতে ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে তাকে। গত মৌসুমেও একই হাঁটুর এসিএল ইনজুরিতে পড়েছিলেন ২১ বছর বয়সী এই ফুটবলার। গত আগস্টের পর থেকে বার্সেলোনার হয়ে মাঠে নামেননি তিনি।
গাভির মাঠে ফিরতে কতদিন লাগতে পারে সে বিষয়ে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, নভেম্বর মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফেরার কাছাকাছি অবস্থায় আছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। কুঁচকির চোটে তিন ম্যাচ মিস করা লামিনে ইয়ামালও মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।
মন্তব্য করুন: