আতলেতিকোর কাছে বিধ্বস্ত হয়ে মৌসুমের প্রথম হার রিয়ালের
২৮ সেপ্টেম্বর ২০২৫

শাবি আলোনসোর অধীনে লা লিগায় রিয়াল মাদ্রিদের অপ্রতিরোধ্য পথচলা থামিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে দিয়েগো সিমিওনের দল।
শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় রিয়ালের জয়রথ থামাতে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।
বল দখলের লড়াইয়ে এদিন আলোনসোর দল এগিয়ে থাকলেও আক্রমণে ছড়ি ঘোরায় আতলেতিকো। ৩৭ শতাংশ বল দখলে রাখা স্বাগতিকরা গোলের জন্য শট নেয় ১৩টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। অন্যদিকে ৬টি শট নেওয়ার রিয়াল লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।
ম্যাচের ১৪তম মিনিটে গোল হজম করা রিয়ালকে ২৫তম মিনিটে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন এই ফরাসি তারকা। লা লিগায় সাত ম্যাচে তার গোল সংখ্যা এখন ৮টি। ৩৬তম মিনিটে ভিনিসুসের কাটব্যাক থেকে ব্যবধান বাড়ান আর্দা গুলের।
তবে এরপর আক্রমণে আর তেমন কিছু করতে পারেনি রিয়াল। একের পর এক আক্রমণের পর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আলেক্সান্দার সরলথ।
বিরতির পর ৫১তম মিনিটে পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলভারেস। এর ১২ মিনিট পর ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল কোচ ৬০তম মিনিটে গিলেরকে তুলে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং ৭০তম মিনিটে জুড বেলিংহ্যামের জায়গায় রদ্রিগোকে মাঠে নামান। কিন্তু কেউই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আতলেতিকোর হয়ে শেষ গোলটি করেন আতোঁয়া গ্রিজমান। এই নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল আতলেতিকো।
সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে রিয়াল। তিনটি করে জয় ও ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে।
মন্তব্য করুন: