দাবা বিশ্বকাপ জিতলেন কার্লসেন
২৪ আগস্ট ২০২৩

প্রথমবারের মতো দাবা বিশ্বকাপ জিতলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার ২০২৩ দাবা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রজ্ঞানন্দকে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা এই দাবাড়ু।
ফাইনাল ছিল দুই রাউন্ডের ক্ল্যাসিক্যাল দাবা। পরশু ও গতকাল সেই দুই রাউন্ডেই ড্র করেছেন দুজন। যার ফলে খেলা গড়ায় তৃতীয় দিনে, টাইব্রেকারে।
টাইব্রেকার খেলা হয় র্যাপিড, অর্থাৎ কম সময় নিয়ে। বৃহস্পতিবার র্যাপিডের প্রথম ম্যাচ জিতে যান কার্লসেন। পরের ম্যাচটি প্রজ্ঞানন্দ জিতলে খেলা যেত আরও কম সময়ের দুই র্যাপিড ম্যাচে। কিন্তু পরের ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপ ফাইনাল জিতে যান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন।
১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের প্রাইজমানি পেয়েছেন পাঁচ বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতা কার্লসেন।
টুর্নামেন্ট জুড়ে নিজের অসাধারণ প্রতিভা দেখিয়েছেন প্রজ্ঞানন্দ। ফাইনালে ওঠার পথে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা হিকারু নাকামুরা এবং তিনে থাকা ফাবিয়ানো কারুনাকে হারান ১৮ বছর বয়সী এই দাবাড়ু।
২০২৪ সালে কানাডায় হতে যাওয়া ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করেছেন প্রজ্ঞানন্দ। কিংবদন্তি ববি ফিশার এবং কার্লসেনের পরে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি।
ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জয়ী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানাবেন।
মন্তব্য করুন: