ইউএস ওপেনের সেমিতে উঠে জোকোভিচের রেকর্ড
৬ সেপ্টেম্বর ২০২৩
ইউএস ওপেনে টেইলর ফ্রিটসকে সরাসরি সেটে হারিয়ে রেকর্ড ৪৭তম বারের মতো পুরুষদের গ্র্যান্ড স্লাম সেমি-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।
৩৬ বছর বয়সী এই সার্বিয়ান গত মঙ্গলবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-১, ৬-৪, ৬-৪ সেটে জিতে মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপায় ভাগ বসানোর সম্ভাবনা টিকিযে রাখলেন।
সুইজারল্যান্ডের রজার ফেডেরারের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম সেমি-ফাইনালে উঠার রেকর্ড ভাঙেন জোকোভিচ।
তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন শেষ চারে যুক্তরাষ্ট্রের বেন শেল্টনের মুখোমুখি হবেন।
ইউএস ওপেন কোয়ার্টর ফাইনালে অসাধারণ পারফমেন্স করার ধারাবাহিকতা বজায় রেখেছেন জোকোভিচ। টানা ১৩তম বারের মত ইউএস ওপেন কোয়ার্টর ফাইনাল জিতেছেন এই সার্বিয়ান।
পুরুষ এককে অন্য কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোকে ৬-২, ৩-৬, ৭-৬, ৬-২ সেটে হারিয়েছেন শেল্টন।
নারী এককের প্রথম কোয়ার্টার ফাইনালে লাটভিয়ার এলেনা ওস্তাপেঙ্কোকে ৬-০, ৬-২ সেটে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গাউফ।
দিনের অন্য কোয়ার্টার ফাইনালের রোমানিয়ার সোরানা কিস্তিয়াকে ৬-০, ৬-৩ সেটে হারিয়েছেন চেক রিপাবলিকের কারোলিনা মুখোভা।
মন্তব্য করুন: