শুভমানের সারা প্রেম

২৫ ফেব্রুয়ারি ২০২৩

শুভমানের সারা প্রেম

ওয়ানডেতে তাঁর ব্যাটে রানের বৃষ্টি, টি-টোয়েন্টিতে তুফান। সবচেয়ে কম বয়সী হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তির কয়েকদিনের মধ্যে টি-টোয়েন্টিতেও শতক। বলাই যায়, ভারতীয় ক্রিকেটের নতুন ‘পোস্টার বয়’ হয়ে উঠছেন শুভমান গিল। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তো চলছে ব্যাপক চর্চা। শুভমানের সঙ্গে জড়িয়ে যাচ্ছে সেলেব্রিটি-কন্যাদের নাম? তাঁরা কারা? তাঁরা কি সারা?

সারা বললেই তো হবে না। জানতে হবে, কোন সারা? শুরুতেই আসবে সারা টেন্ডুলকারের নাম। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে। ২৫ বছর বয়সী এই সেলেব-কন্যার সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক শুভমানের। জল্পনার শুরুটা মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে তাঁদের সাক্ষাৎ। যদিও শুভমান বা টেন্ডুলকার-কন্যা, কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

শুভমান গিল ও সারা টেন্ডুলকার।  ছবি: সংগৃহীতকিন্তু উৎসুক লোকের তো আর অভাব নেই। গুঞ্জনের আগুন উসকে দেন স্বয়ং সারা। ২০২০ সালের আইপিএলে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান বাঁচিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের শুভমান। সেই ফিল্ডিংয়ের এক ঝলক সারা টেন্ডুলকার শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবির সঙ্গে দিয়েছিলেন ‘লাভ’ ইমোজি। ব্যস, তাঁদের সম্পর্কের আরও ভক্ত ভিত খুঁজে নেন নেটিজেনরা।

মুম্বাইয়ে স্কুল শেষ করে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে মেডিসিনে ডিগ্রি নিয়েছেন সারা টেন্ডুলকার। তিনি লন্ডন থাকার সময়ই শুভমানকে দেখা গিয়েছিল স্টামফোর্ড ব্রিজে। চেলসির ম্যাচ দেখতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। শোনা যায়, ওই ম্যাচের গ্যালারিতে শুভমানের সঙ্গে ছিলেন সারা টেন্ডুলকারও।

শুভমান গিল ও সারা আলী খান।  ছবি: সংগৃহীতশুভমান ও সারা টেন্ডুলকারের প্রেমকাহিনির মধ্যেই ঢুকে পড়ে আরেকটি নাম। কাকতালীয় ব্যাপার হলো, সেই নামটিও সারা! সারা টেন্ডুলকারের পাট চুকিয়ে নাকি সারা আলী খানের সঙ্গে প্রেমে মজেছেন ২৩ বছর বয়সী শুভমান। বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পাতৌদির নাতনি এই সারা। তো সাইফ-কন্যার সঙ্গে মুম্বইয়ের এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন শুভমান। তাতেই শুরু জল্পনা। তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়।

তাহলে শুভমানের জীবনে কোন সারা? উত্তরটা শুভমানের মুখেই শোনা যাক। পাঞ্জাবি এক টক-শো অনুষ্ঠানে শুভমানের কাছে জানতে চাওয়া হয়েছিল- বলিউডের সবচেয়ে ভালো অভিনেত্রী কে? শুভমানের উত্তর ছিল- ‘সারা’। পরের প্রশ্নটা ছিল- তিনি কি বলিউড এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন? এবার শুভমানের জবাব- ‘হয়তো’। এরপর প্রশ্নকর্তার জিজ্ঞাসা- ‘সারা কা সারা সাচ বলো...’। অর্থাৎ, ‘সব সত্যি বলো’। উত্তর দিতে দেরি হয়নি শুভমানের, বলেছিলেন- ‘সারা ডা সারা সাচ বোল দিয়া।’ অর্থাৎ, ‘আমি সব সত্য বলে দিয়েছি।’

আসলেই কি সব সত্য? তৃতীয় আরেকজনের নামও কিন্তু শোনা যায়। তিনি আর কেউ নন, পাঞ্জাবি ওই টক-শো’র হোস্ট সোনম বাজওয়া! এখন নাকি ১০ বছরের বড় এই মডেল ও অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন শুভমান। যদিও সব জল্পনায় জল ঢেলে দিয়েছে সোনমের একটি টুইট। যাতে লেখা, ‘ইয়ে সারা কা সারা ঝুট হ্যায়’। অর্থ, ‘এ সব কিছুই মিথ্যা’। তাতে কি সারার দিকেই ইঙ্গিত সোনমের? কিন্তু কোন সারা? টেন্ডুলকার-কন্যা নাকি সাইফ-কন্যা?

মন্তব্য করুন: