আইপিএলে অশ্লীল ধারাভাষ্যের অভিযোগ

২৫ মার্চ ২০২৪

আইপিএলে অশ্লীল ধারাভাষ্যের অভিযোগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রত্যেক আসরেই থাকে নতুনত্বের ছোঁয়া। বহু ভাষাভাষীর দেশটিতে বিভিন্ন ভাষায় খেলা সম্প্রচারের ঘটনাও নতুন কিছু নয়। তামিল, তেলেগু, বাংলা, মারাঠির মতো বহুল প্রচলিত ভাষার পাশপাশি ভোজপুরির মতো আঞ্চলিক ভাষাতেও নিয়মিত ম্যাচ সম্প্রচার হয়ে আসছে। তবে এবার ভোজপুরি ভাষায় অশ্লীল ধারাভাষ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিসিসিআইয়ের হস্তক্ষেপ দাবি করেছেন দর্শকরা।

গত শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দরাবাদ। ম্যাচের শেষদিকের টানটান উত্তেজনার মুহূর্তে ভোজপুরি ধারাভাষ্যকারদের বিরুদ্ধে অশালীন কথা বলার অভিযোগ তোলা হয়।

হায়দরাবাদ ইনিংসের ১৯তম ওভারে মিচেল স্টার্কের বলে তাণ্ডব শুরু করেন হাইনরিখ ক্লাসেন। সেই ওভারে হায়দরাবাদ ব্যাটাররা ৪ ছক্কায় যোগ করেন ২৬ রান। এর মধ্যে ৩টিই মারেন ক্লাসেন। ওভারের তৃতীয় বলে স্টার্ককে মিড-উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। সেই সময় ভোজপুরি ধারাভাষ্যকাররা যে শব্দ ব্যবহার করেন তা অশালীন বলে দাবি তোলেন দর্শকদের একাংশ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ভোজপুরি অভিনেতা ও বিজেপির সংসদ সদস্য রবি কিষণ, সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারি এবং বিসিসিআই সচিব জয় শাহকে বিষয়টি দেখার আবেদনও জানান দর্শকরা। তবে এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি অনলাইনে আইপিএলের সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও সিনেমা।

মন্তব্য করুন: