কুলদীপের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

২৮ সেপ্টেম্বর ২০২৫

কুলদীপের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ১৪৬ রানে অলআউট পাকিস্তান

সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। কিন্তু এই জুটি ভাঙতেই যেন ধসে পড়ল তাদের ব্যাটিং-অর্ডার। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দেড়শও করতে পারেনি তারা। শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৪৭ রানের লক্ষ্য দিতে পেরেছে সালমান আলী আগার দল।

রোববার দুবাইয়ের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ বল আগে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ যাদবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১৫ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। টপ-অর্ডারের তিন ব্যাটার ছাড়া আর কেউই ব্যাট হাতে দুই অঙ্কের দেখা পায়নি।

৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন ফারহান। ফখর ফেরেন ৩৫ বলে ৪৬ রান করে।

৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন কুলদীপ। যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর শিকার দুটি করে উইকেট।

ফারহান ও ফখরের নৈপুণ্য উদ্বোধনী জুটিতেই ৮৪ রান আসে পাকিস্তানের। বোলারদের ওপর ঝড় তুলে ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন ফারহান। দশম ওভারের চতুর্থ বলে ডানহাতি এই ওপেনারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী।

সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে জুটিতে দ্রুত রান তুলতে থাকেন ফখর। কিন্তু দলীয় ১১৩ রানে সাইমকে (১৪) তুলে নিয়ে ধসের শুরুটা করেন কুলদীপ। অক্ষরের করা পরের ওভারে সাজঘরের পথ দেখেন মোহাম্মদ হারিস। বরুণ ছক্কা হাঁকানোর পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফখরও।

১৭তম ওভারে অধিনায়ক সালমান (৮), শাহিন শাহ আফ্রিদি (০) ও ফাহিম আশরাফকে (০) তুলে নেন কুলদীপ। নিজের শেষ দুই ওভারে দুই উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন বুমরাহ।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: