ট্রফি না পেয়ে সূর্যকুমার বললেন, ক্রিকেটে এমন দেখিনি

২৯ সেপ্টেম্বর ২০২৫

ট্রফি না পেয়ে সূর্যকুমার বললেন, ক্রিকেটে এমন দেখিনি

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও কোনো ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করতে হয়েছে ভারতকে। অধিনায়ক সূর্যকুমার যাদবের অভিযোগ, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় পুরস্কার বিতরণীর মঞ্চ থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার দুবাইয়ের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জেতে ভারত।

তবে গত মে মাসে দুই দেশের সীমান্ত সংঘাতের পর মাঠের বাইরের উত্তেজনা রয়ে যায় এই ম্যাচেও। পুরো টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়া দুই দলের খেলোয়াড়রা একবারও টসের সময় কিংবা ম্যাচ শেষে হাত মেলাননি। আর এর চূড়ান্ত রূপ দেখা যায় মহসিনের হাত থেকে ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানানোতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, “আমার মনে হয়, আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকে কিংবা দেখা শুরু করার পর থেকে এমন কিছু দেখিনি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। সেটিও এমন কঠিন পরিশ্রমের পর। ট্রফি আমাদের প্রাপ্য ছিল। এর বেশি কিছু বলার নেই।

আমার ট্রফিগুলো বসে আছে ড্রেসিংরুমে। আমার সঙ্গে থাকা ১৪ জন সতীর্থ, কোচিং স্টাফ – এশিয়া কাপের এই যাত্রার আসল ট্রফি তারাই।

পাকিস্তানের ১৪৬ রানের জবাবে শুরুর ধাক্কা কাটিয়ে তিলক ভার্মার অপরাজিত ৬৯ রানে ম্যাচ জেতে ভারত। মাঠের লড়াইয়ে এদিন আলোচিত কিছু না হলেও সব নাটক হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। দেড় ঘণ্টার বেশি সময় পর শুরু হয় অনুষ্ঠান। কিন্তু তা শেষ হয় ভারতের হাতে ট্রফি না তুলে দিয়েই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানান, খেলোয়াড়রা নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে আয়োজকরা ট্রফি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা যায়।

তবে পুরস্কার বিতরণীর মঞ্চে সতীর্থদের সঙ্গে কাল্পনিক ট্রফি তুলে ধরেন সূর্যকুমার।

জয়টাই আসল। ম্যাচ শেষে আপনি যদি দেখেন, বড় পর্দায় লেখা ছিল ‘ভারত ২০২৫ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমরা এর জন্যই খেলি। এটা দারুণ মুহূর্ত ছিল, অসাধারণ যাত্রা। আমাদের জন্য এটা এক দুর্দান্ত টুর্নামেন্ট। আমরা পুরো সময়টা উপভোগ করেছি।

মন্তব্য করুন: