আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওকস

২৯ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওকস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি ইতি টানলেন তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারের।

গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে ইংল্যান্ডের জার্সিতে সবশেষ মাঠে নামেন ওকস। কিন্তু সেই ম্যাচে কাঁধের চোট পাওয়ায় প্রায় পুরোটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গত সপ্তাহে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা পাননি তিনি।

এরপর ইংল্যান্ড ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ওকসের কোনো জায়গা নেই। এরই প্রেক্ষিতে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী ওকস।

সময়টা চলে এসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটি সঠিক সময়। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটা আমি ছোট বেলায় বাড়ির উঠোনে খেলার সময় থেকে দেখতাম। এই স্বপ্নগুলো পূরণ করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

২০১১ সালে জানুয়ারিতে ইংল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওকসের। একই সফরে ওয়ানডেতেও প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। সাদা পোশাকে জাতীয় দলের জার্সিতে ডানহাতি এই পেস অলরাউন্ডারের অভিষেক হয় ২০১৩ সালের অ্যাশেজ দিয়ে। এরপর ক্রমেই হয়ে ওঠেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য।

৬২ টেস্টে ডানহাতি পেসে প্রায় ৩০ গড়ে নিয়েছেন ১৯২ উইকেটে। ব্যাট হাতে ফিফটি এক সেঞ্চুরিতে করেছেন হাজার ৩৪ রান। ভারতের বিপক্ষে সবশেষ টেস্টে দলকে জেতাতে স্লিংয়ে হাত ঝুলিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ওকস। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি ইংলিশরা।

১২২ ওয়ানডেতে ১৭৩ উইকেটের পাশাপাশি হাজার ৫২৪ রান করেছেন ওকস। আর ৩৩ টি-টুয়েন্টিতে তার শিকার ৩১ উইকেট। ২০২৩ সালের পর সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সুযোগ পাননি তিনি।

২০১৯ সালে ইংল্যান্ডকে তাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে বল হাতে উইকেট নিয়ে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এছাড়াও ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন ওকস।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add