উইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নেপালের
৩০ সেপ্টেম্বর ২০২৫

আসিফ শেখ ও সন্দীপ জরার ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল নেপাল। লক্ষ্য তাড়ায় তাদের বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দুইবারের টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা গুটিয়ে গেছে একশ রানের আগেই। আর এতেই ৯০ রানের জয়ে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজ জিতেছে নেপাল।
সোমবার শারজায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় আইসিসির সহযোগী দেশটি। জবাবে ১৭ ওভার ১ বলে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটি আইসিসির কোনো সহযোগী দেশের বিপক্ষে পূর্ণ সদস্য কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
টি-টুয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এখন নেপালের। আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। ২০১৬ সালে একই ভেন্যুতে জিম্বাবুয়েকে ৮১ রানে হারিয়েছিল তখনও টেস্ট স্ট্যাটাস না পাওয়া দেশটি।
গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে ১৯ রানে জিতেছিল নেপাল, যা ছিল টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে তাদের প্রথম জয়। এবার এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি জিতে নিল তারা। শুধু তাই নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজটি আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে টি-টুয়েন্টিতে নেপালের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
টস জিতে ব্যাটিংয়ে নামা নেপালের শুরুটা একদমই ভালো হয়নি। ৪৩ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। কিন্তু চতুর্থ উইকেটে আসিফ ও সন্দীপের ৬৬ বলে ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৩ রান করা সন্দীপের বিদায়ে এই জুটি ভাঙে। এরপর ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় আসিফের অপরাজিত ৬৮ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে নেপাল।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। প্রথম ১০ ওভারের ভেতর কেবল ৪১ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। একাদশতম ওভারে ১৬ রান নিয়ে আমির জাঙ্গু ও জেসন হোল্ডার দলকে ম্যাচে ফেরানোর আভাস দেন। কিন্তু পরের ওভারে জাঙ্গুর (১৬) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পরে পুরো ব্যাটিং অর্ডার। ৭৪ থেকে ৮৩ রানের ভেতর শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় তারা।
ডানহাতি মিডিয়াম পেসে ৪ উইকেট নেন মোহাম্মদ আদিল আলম। লেগ স্পিনে ৩ উইকেট নেন কুশল ভুর্তেল।
মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: