র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের শীর্ষে সাইফ

১ অক্টোবর ২০২৫

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের শীর্ষে সাইফ

এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাইফ হাসানের। ৪৫ ধাপ এগিয়ে টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদ হোসেনের।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে আছেন সাইফ।

গত সপ্তাহে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ দুই ম্যাচ খেলে বাংলাদেশ। গত বুধবার ভারতের বিপক্ষে রান তাড়ায় একাই লড়াই করে ৫ ছক্কা ও ৩ চারে ৫১ বলে ৬৯ রান করেন সাইফ। ম্যাচটি ৪১ রানে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি এই ব্যাটার। দুটি ছক্কা ও এক চারে ১৮ রান করে ফেরেন তিনি। ১১ রানে হেরে ফাইনালে খেলার আশা ভেস্তে যায় বাংলাদেশের।

র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ নিচে নেমে ৪৩ নম্বরে আছেন চোটের কারণে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক লিটন দাস। তানজিদ হাসান তামিম ৪ ধাপ ও তাওহিদ হৃদয়ের ৫ ধাপ নিচে নেমেছেন। এই দুই ব্যাটার আছেন যথাক্রমে ৪৫তম ও ৪৬তম স্থানে। ৭ ধাপ পিছিয়ে জাকের আলী অনিকের অবস্থান ৬৩ নম্বরে।

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন লেগ স্পিনার রিশাদ।

ভারতের বিপক্ষে ৩ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন রিশাদ। পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ৪ ওভারে ১৮ রান ২ উইকেট নেন তিনি।

এছাড়া র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার এক ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান। দুই ধাপ পিছিয়ে বাঁহাতি এই পেসার নেমে গেছেন ১১ নম্বরে।

মন্তব্য করুন: