সল্ট-ব্রুক ঝড়ের পর রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত নিউ জিল্যান্ড
২০ অক্টোবর ২০২৫

ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ব্যাটিং তাণ্ডবে বিশাল সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়ায় আদিল রশিদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ৬৫ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংলিশরা।
সোমবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সল্ট ও ব্রুকের বিধ্বংসী ফিফটিতে ৪ উইকেটে ২৩৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২ ওভার আগে ১৭১ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জস বাটলারের (৪) উইকেট হারায় ইংলিশরা। পাওয়ারপ্লের শেষে বলে সাজঘরের পথ দেখেন আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালানো জ্যাকব বেথেল (২৪)।
৬৮ রানে ২ উইকেট হারানোর পর ঝড় তোলেন সল্ট ও ব্রুক। ৯ ওভারে ১০০ রান পূর্ণ করা দলটি দেড়শ স্পর্শ করে ১৩ ওভারে। এর মাঝে ৩৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন সল্ট। ব্রুক পঞ্চাশের দেখা পান ২২ বলে।
১৮তম ওভারে জোড়া আঘাতে ঝড় থামান কাইল জেইমিসন। ৩৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রান করা ব্রুককে ফিরিয়ে থামান ৬৯ বলে ১২৯ রানের জুটি। এক বল পর ডানহাতি এই পেসার তুলে নেন ৫৬ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৫ রান করা সল্টকেও।
শেষ ১৪ বলে টম ব্যান্টন (২৯*) ও স্যাম কারেন (৮*) মিলে ৩৮ রান নিলে বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়ায় ব্রাইডন কার্সের পেস তোপে দ্বিতীয় ওভারেই টিম রবিনসন (৭) ও রাচিন রবীন্দ্রর (৮) উইকেট হারায় কিউইরা। পাল্টা আক্রমণে তৃতীয় উইকেট জুটিতে টিম সাইফার্ট ও মার্ক চ্যাপম্যান শুরুর ধাক্কা সামাল দেন। কিন্তু চ্যাপম্যানের (২৮) বিদায়ে ৬৯ রানের এই জুটি ভাঙতেই ধসে পড়ে মিডল-অর্ডার। সাইফার্ট (৩৯) ও ড্যারিল মিচেলকে ফেরান রশিদ।
সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনার ও জিমি নিশামের ৫৭ রানের জুটি দলকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচায়। ১৭তম ওভারের প্রথম বলে নিশামকে (১৭) তুলে নিয়ে এই জুটি ভাঙেন রশিদ। ওভারের শেষ বলে এই লেগ স্পিনার তুলে নেন স্যান্টনারকেও (৩৬)। লুক উড পরের ওভারে শেষ দুই উইকেট তুলে নিলে অলআউট হয় নিউ জিল্যান্ড।
১০ রানে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা। রশিদের নেন ৪ উইকেট।
আগামী বৃহস্পতিবার অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: