ব্রুকের সেঞ্চুরি ম্লান করে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড
২৬ অক্টোবর ২০২৫
ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ে দুর্দান্ত লড়াইয়ে সেঞ্চুরি তুলে নিলেন হ্যারি ব্রুক। তবে ছোট লক্ষ্য তাড়ায় ড্যারিল মিচেলের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে নিউ জিল্যান্ড।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রায় ১৫ ওভার আগে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৮০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
ম্যাট হেনরি ও জ্যাকারি ফোকসের আগুন ঝরানো বোলিংয়ে ১০ রান তুলতেই শুরুর চার ব্যাটারকে হারায় ইংল্যান্ড। তবে অপর প্রান্তে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে যান ব্রুক।
জস বাটলার (৪) ও স্যাম কারেনের (৬) বিদায়ে ৫৬ রানে ৬ উইকেট হারায় ইংলিশরা। এরপর সপ্তম উইকেটে জেইমি ওভারটনকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন ব্রুক। এই জুটি ভেঙে লোয়ার-অর্ডারে ধস নামান ডানহাতি পেসার জ্যাকব ডাফি। তবে লুক উডকে নিয়ে দশম উইকেটে ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫৭ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ব্রুক। আগের রেকর্ডটি ছিল জেমস অ্যান্ডারসন ও স্টিফেন ফিনের ৫৩ রানের জুটি।
ইংলিশ অধিনায়ককে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ক্যারিয়ার সেরা ইনিংসে ১০১ বলে ১১ ছক্কা ও ৯ চারে ১৩৫ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ব্রুক। আট নম্বরে নামা ওভারটন করেন ৪৬ রান। ব্রুক ও জেইমি ওভারটন ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।
ডানহাতি পেসে ৪ উইকেট নেন ফোকস, ডাফির শিকার ৩টি।
শুরুতে চাপে পড়ে নিউ জিল্যান্ডও। দ্বিতীয় ওভারেই জোড়া আঘাতে উইল ইয়ং ও কেইন উইলিয়ামসনকে ফেরান ব্রাইডন কার্স। সাত মাস পর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনটা মোটেও ভালো হয়নি উইলিয়ামসনের। প্রথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিউ জিল্যান্ডের এই সফলতম ব্যাটার। দ্রুত ফেরেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্রও (১৭)।
২৪ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান মিচেল। চতুর্থ উইকেটে টম ল্যাথামকে (২৪) নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার পর পঞ্চম উইকেটে মাইকেল ব্রেসওয়েলকে (৫১) নিয়ে ৯২ রানের জুটি গড়েন। এরপর স্যান্টনারের (২৭) সঙ্গে ৪৯ রানের আরেকটি জুটি গড়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান ডানহাতি এই ব্যাটার।
৯৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল।
আগামী বুধবার ওয়েলিংটনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।















মন্তব্য করুন: