টেস্টের অধিনায়কত্বের প্রস্তাব পেলে ‘না’ করবেন না লিটন
২৬ অক্টোবর ২০২৫
জাতীয় দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন তিনি। সব ফরম্যাটের ভবিষ্যৎ অধিনায়কও ভাবা হচ্ছিল তাকে। তবে পূর্ণ মেয়াদে লিটন দাস দায়িত্ব পেয়েছেন কেবল টি-টুয়েন্টিতেই। এবার টেস্ট দলের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এই উইকেটকিপার-ব্যাটার। বিসিবির তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব না পেলেও সাদা পোশাকের দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।
গত জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের পর আচমকাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। এরপর লাল বলের ক্রিকেটে আর কোনো খেলা না থাকায় এতদিন অধিনায়ক নিয়োগ দেওয়া নিয়ে খুব একটা ভাবনায় ছিল না বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে চার মাস পর নামতে যাচ্ছে বাংলাদেশ। ফলে নতুন অধিনায়কের খোঁজে নেমেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এই ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, সুযোগ পেলে টেস্ট দলের নেতৃত্ব নিতে প্রস্তুত তিনি। এবার টি-টুয়েন্টি অধিনায়ক লিটনের কাছেও জানতে চাওয়া হলো সেই প্রসঙ্গে।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে রোববার সংবাদ সম্মেলনে ডানহাতি এই ব্যাটার বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে আমি কিছু জানি না। তারা (বিসিবি) যদি যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।”
দলকে এখন পর্যন্ত একটি টেস্টেই নেতৃত্ব দিয়েছেন লিটন। সেটিতেই নিজেদের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচের আগে তখনকার অধিনায়ক সাকিব আল হাসান চোট পেলে দলকে নেতৃত্ব দেন লিটন। বাংলাদেশ ম্যাচ জেতে ৫৪৬ রানে।
তখন পূর্ণ মেয়াদে দায়িত্ব না পেলেও এখন নতুন করে টেস্ট নেতৃত্ব পেলে তা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে লিটন বলেন, “খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব (আপনার কাছে) অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।”
আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। পরের ম্যাচ ১৯ নভেম্বর মিরপুরে।















মন্তব্য করুন: