ম্যাচ হারে নিজের দায় দেখছেন অধিনায়ক লিটন
৩০ অক্টোবর ২০২৫
বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা খুব বড় হতে দেয়নি বাংলাদেশ। কিন্তু আবারও ব্যাটিং ব্যর্থতায় সেই রানটুকুও তাড়া করতে পারেনি স্বাগতিকরা। আর এতে এক ম্যাচ আগে সিরিজও হেরে গেছে তারা। ম্যাচ শেষে হারের দায় নিজ কাঁধে নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১ ওভার শেষে ১ উইকেটে ১০৫ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে ২০০ রানের দিকেই হয়তো চোখ ছিল তাদের। কিন্তু দ্বাদশ ওভারে পরপর দুই বলে নাসুম আহমেদ দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে।
এরপর রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে ক্যারিবিয়ানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৯ রানে। শেষ ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা যোগ করে কেবল ৪৪ রান।
টসের সময় লিটন জানিয়েছিলেন, এই উইকেটে ১৮০ রানের মতো লক্ষ্য তাড়া করতে সমস্যা নেই তাদের। ফলে ১৫০ রানের লক্ষ্যটা তাদের নাগালের মধ্যেই থাকার কথা। কিন্তু রান তাড়ায় মোট চারবার জীবন পাওয়ার পরও হতশ্রী ব্যাটিংয়ে ২০ ওভারে স্বাগতিকরা করতে পারে ৮ উইকেটে ১৩৫ রান। ১৪ রানে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোলারদের কাছে দুঃখপ্রকাশ করে ব্যাটিং ব্যর্থতা অকপটে স্বীকার করেন লিটন।
“গত দুই-তিন সিরিজেই আমাদের বোলাররা সত্যিই ভালো করছে। সব বোলারের প্রতি আমি দুঃখিত, তারা আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি।”
“১৫০ মোটেও বড় লক্ষ্য ছিল না। কিন্তু যখনই আমরা একটু আটকে গেছি, তখনই আউট হয়ে গেছি। আমাকে অন্তত ১৩-১৪ ওভার ব্যাট করতে হতো। আমাকেও উন্নতি করতে হবে। কারণ আমি টিকে থাকলে ম্যাচ আগেই শেষ হতে পারত।”
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে জীবন পাওয়া সাইফ হাসান আউট হন ৫ রান করে। আক্রমাণত্মক শুরুর ইঙ্গিত দেওয়া লিটন ব্যক্তিগত ২০ রানে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ফেরেন ২৩ রান করে। তাওহিদ হৃদয় ব্যক্তিগত ৫ রানে জীবন পেয়ে আউট হয়েছেন আর ৭ রান যোগ করে। তানজিদ হাসান তামিম ৪৪ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেলেও সাজঘরের পথ দেখেন গুরুত্বপূর্ণ সময়ে। বাঁহাতি এই ওপেনার ফেরেন ১৮তম ওভারের প্রথম বলে, ৬১ রান করে।
এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতাও মেনে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, “ওরা ভালো বোলিং করেছে, কিন্তু তাদের ফিল্ডিং খুব ভালো ছিল না। আমাদের জন্য যা দারুণ ছিল। কিন্তু আমরা লক্ষ্য তাড়া করতে পারিনি।”
শুক্রবার একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: