শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

১ নভেম্বর ২০২৫

শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

গত জুনে শ্রীলঙ্কা সফরে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টপ অর্ডার এই ব্যাটারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের চলমান চক্রের শেষ পর্যন্ত এই ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শান্ত ২০২৫–২০২৭ ডব্লিউটিসি চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালে টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। গত জুনে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের পর তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ২৭ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্ব ও বাংলাদেশের লাল বলের ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গির প্রতি বোর্ডের আস্থার ভিত্তিতেই তাকে অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“শান্ত ধীরস্থিরতা, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়া দেখিয়েছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি এবং আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যাওয়ার সময় নেতৃত্বে ধারাবাহিকতা আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে বোর্ড বিশ্বাস করে।”

নিজের প্রতিক্রিয়ায় শান্ত বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পারা আমার কাছে সত্যিই বড় সম্মানের। আমার অধিনায়কত্বের ওপর বোর্ড যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

“টেস্ট ক্রিকেটে নিজের দেশের নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সাধ্যমতো সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে পালন করার চেষ্টা করব।”

মন্তব্য করুন: