এবার কোহলিকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে বাবরের আরেকটি রেকর্ড

২ নভেম্বর ২০২৫

এবার কোহলিকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে বাবরের আরেকটি রেকর্ড

আগের ম্যাচেই আন্তর্জাতিক টি-টুয়েন্টির সবচেয়ে রানের মালিক হওয়া বাবর আজম এবার গড়লেন আরেকটি রেকর্ড। বিরাট কোহলিকে পেছনে ফেলে এই ফরম্যাটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি গড়েছেন পাকিস্তানের এই ব্যাটিং তারকা। 

শনিবার লাহোরে বাবরের কীর্তি গড়ার দিনে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রান তোলে প্রোটিয়ারা। জবাবে বাবরের ৪৭ বলে ৯ চারে ৬৮ রানের ইনিংসের সুবাদে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। 

গত ডিসেম্বরের পরে এই সিরিজ দিয়ে পাকিস্তানের টি-টুয়েন্টি দলে ফেরা বাবর ফিফটির দেখা পান ১৩ ইনিংস পর। অর্ধশতক পূর্ণ করেন ৩৬ বলে। এরই সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ৪০ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড একার করে নেন তিনি। এর মধ্যে ফিফটি আছে ৩৭টি, সেঞ্চুরি ৩টি।

এতদিন এই কোহলির সঙ্গে ৩৯টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস নিয়ে যৌথভাবে তালিকায় সবার ওপরে ছিলেন বাবর। গত বছর ভারতের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানানো কোহলির ফিফটির সংখ্যা ৩৮টি, সেঞ্চুরি ১টি। 

শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক হন বাবর। ১২৪ ইনিংসে প্রায় ৪০ গড়ে ডানহাতি এই ব্যাটারের বর্তমান রান ৪ হাজার ৩০২।

মন্তব্য করুন: