টেস্টের প্রস্তুতি নিতে টি-টুয়েন্টি দল ছাড়লেন হেড-কুলদীপ
৩ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়া-ভারতের চলমান পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষে নিজ নিজ দল ছেড়েছেন ট্র্যাভিস হেড ও কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে শেফিল্ড শিল্ডে ম্যাচ খেলার জন্য হেডকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে লাল বলের ম্যাচে খেলতে ভারতে ফিরছেন কুলদীপ।
রোববার হোবার্টে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে ভারত। এই ম্যাচে খেলেছিলেন হেড।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেননি হেড। অ্যাশেজের আগে লাল বলে কোনো ম্যাচ খেলার প্রয়োজন কি না, ব্যাপারটি তার ওপরই ছেড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তিনি ম্যাচ প্রস্তুতির প্রয়োজন দেখেছেন।
ফলে অ্যাশেজ শুরুর আগে আগামী সপ্তাহে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামবেন হেড। এই রাউন্ডের ম্যাচে বাঁহাতি এই ব্যাটার ছাড়াও খেলবেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন ও বোউ ওয়েবস্টারের মতো ক্রিকেটাররা। এদের মধ্যে হ্যাজেলউড টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছিলেন।
আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট। এর এক সপ্তাহ আগে কলকাতায় শুরুর হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। এই সিরিজের প্রস্তুতি নিতে দেশে ফিরে ভারত ‘এ’ দলের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন কুলদীপ। আগামী বৃহস্পতিবার সেই ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ম্যাচে কুলদীপ ছাড়াও ভারত টেস্ট দলের রিশাভ পান্ত, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, সাই সুদর্শন, আকাশ দিপ ও প্রসিধ কৃষ্ণ খেলবেন।
চলতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতে খেলেছিলেন কুলদীপ। এরপর টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেললেও ছিলেন না তৃতীয় ম্যাচের একাদশে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, টিম ম্যানেজমেন্টের অনুরোধেই টেস্ট প্রস্তুতির জন্য বাঁহাতি এই রিস্ট স্পিনারকে ‘এ’ দলের নেওয়া হয়েছে।
গত মাসে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সবশেষ টেস্টে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন কুলদীপ।















মন্তব্য করুন: