এবারের বিপিএলে দল কমে ৫টি
৬ নভেম্বর ২০২৫
ইতিহাসের সবচেয়ে কম পাঁচটি দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি আসরে এবার যুক্ত হয়েছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিপিএলের দ্বাদশ আসরে অংশগ্রহণ করতে যাওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। সেখান থেকে এবার কেবল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস খেলবে আসন্ন আসরে। নেই বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রানার্স-আপ চিটাগং কিংস।
যুক্ত হওয়া নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো – চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।















মন্তব্য করুন: