মেঘালয়ের আকাশের রেকর্ড টানা আট ছক্কা, দ্রুততম ফিফটির রেকর্ড

১০ নভেম্বর ২০২৫

মেঘালয়ের আকাশের রেকর্ড টানা আট ছক্কা, দ্রুততম ফিফটির রেকর্ড

মেঘালয়ের আকাশ কুমার চৌধুরী প্রথম শ্রেণির ক্রিকেটে টানা আটটি ছক্কা হাঁকানো প্রথম ব্যাটার হয়েছেন। একই সঙ্গে রঞ্জি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে রোববার মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ডও গড়েছেন

২৫ বছর বয়সী আকাশকে সাধারণত একজন ফাস্ট বোলার হিসেবেই ধরা হয়। তাই ব্যাট হাতে এমন রেকর্ড আরও বেশি চমকপ্রদ

রোববার সুরাটে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচের দ্বিতীয় দিনে মেঘালয় ৫৭৬ রানে উইকেট হারানোর পর ক্রিজে নামেন আকাশ। প্রথম তিন বলে একটি ডট দুটি সিঙ্গেল নেওয়ার পর তিনি ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ নেন

বাঁহাতি স্পিনার লিমার দাবিকে এক ওভারে ছয়টি ছক্কা মারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে গারফিল্ড সোবার্স রবি শাস্ত্রীর অভিজাত তালিকায় যুক্ত হন তিনি

এরপরও থামেননি ডানহাতি এই ব্যাটার। পরের দুই বলেও ছক্কা মেরে ১১ বলে পঞ্চাশে পৌঁছে যান তিনি। এর ফলে ২০১২ সালে লেস্টারশায়ারের ওয়েইন হোয়াইটের করা ১২ বলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দেন তিনি

১৪ বলে অপরাজিত ৫০ রানে ইনিংস শেষ করেন আকাশ তিনি যে শেষ তিনটা বল মুখোমুখি হন, সেগুলো ছিল ডট এরপর মেঘালয় উইকেটে ৬২৮ রান করে ইনিংস ঘোষণা করে দেয়

মন্তব্য করুন: