বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অ্যাডায়ার

১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অ্যাডায়ার

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন রস অ্যাডায়ার। হাঁটুর চোটের কারণে ডানহাতি এই ওপেনারকে তিন ম্যাচের সিরিজে পাবে না আয়ারল্যান্ড।

সোমবার এক বিবৃতিতে অ্যাডায়ারের বদলি হিসেবে জর্ডান নিলকে দলে নেওয়ার কথা জানায় দেশটির ক্রিকেট বোর্ড।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টিতে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যাডায়ার। মাঝে কয়েক মাসে একাধিক চোট সমস্যা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন তিনি। চলতি বছর তিনটি টি-টুয়েন্টিতে, গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ এবং সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ ৩৩ রানের ইনিংস খেলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

এখন পর্যন্ত ১৩টি টি-টুয়েন্টিতে ১৪২ দশমিক ০৪ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করা অ্যাডায়ারকে হারিয়ে হতাশ আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

বাংলাদেশ সফর শুরুর আগ মুহূর্তে রসকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। ২০২৫ সালে অল্প কিছু সুযোগ পেয়ে সে নিজের সেরাটা মেলে ধরেছিল সে। বাংলাদেশের বিপক্ষে তাকে পারফর্ম করতে দেখার জন্য উন্মুখ হয়ে ছিলাম আমরা।

অন্যদিকে টি-টুয়েন্টি দলে যুক্ত হওয়া নিল বর্তমানে টেস্ট দলের সঙ্গে বাংলাদেশে আছেন। মঙ্গলবার সিলেট টেস্টে ১৯ বছর বয়সী এই ব্যাটারের অভিষেক হয়েছে। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি।

মন্তব্য করুন: