মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

১৭ নভেম্বর ২০২৫

মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তার পেশাদারিত্বে মুগ্ধ আয়ারল্যান্ড হেড কোচ হাইনরিখ মালান।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ দিয়ে নিজের শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক।

সোমবার মিরপুরে আয়ারল্যান্ড দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে আসেন মালান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়মুশফিকের কোন দিকটা তার শিষ্যদের নিতে বলবেন?

জবাবে আইরিশ কোচ বলেন, “আমি মনে করি তার পেশাদারিত্ব। আমি ভোরে উঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে হোটেলে তাকে নাস্তা করতে দেখি। সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্যরা মাঠে আসার আগেই গা গরম করে, স্ট্রেচিং করে ব্যাটিং অনুশীলন করে দেয়।

আমার মনে হয়, যদি কেউ ধারাবাহিকভাবে পর্দার আড়ালে এমন পরিশ্রম করে যায়, তখন জানা থাকে, সময়টা এলে পারফর্ম করার রসদ জমা আছে। সেটা দীর্ঘ সময় ধরে প্রমাণও করেছে।

শততম টেস্টের জন্য মুশফিককে শুভকামনা জানিয়ে মালান বলেন, “প্রথমত, দেশের জন্য ১০০টি টেস্ট ম্যাচ খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি (সিলেট টেস্টসহ ১১টি) টেস্ট খেলেছি। স্থায়ীত্ব বলতে কী বোঝায়, কঠোর পরিশ্রম মানে কী, সেসব ফুটিয়ে তোলে এটি।

এটির সঙ্গে চারশ-পাঁচশ প্রস্তুতি পর্বও যোগ করুন, এত বছর ধরে যা সে করেছে। আমাদের জন্য তাই ব্যাপারটি হলো উপলব্ধির যে, টেস্ট ক্রিকেট কতটা পরিশ্রমের। আশা করি, এই পাঁচ দিন তার খুব ভালো কাটবে না (হাসি) তবে ১০০ টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।

মন্তব্য করুন: