শান্ত-মিরাজদের সঙ্গে নতুন সহ-অধিনায়ক সাইফ
১৮ নভেম্বর ২০২৫
এতদিন জাতীয় দলে কোনো সহ-অধিনায়ক ছাড়াই খেলেছে বাংলাদেশ। এবার একই সঙ্গে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানকে।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানায় বিসিবি।
টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। তিনি শান্তর সহকারী হিসেবে থাকবেন। ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত সাদা পোশাকের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন শান্ত।
অন্যদিকে ওয়ানডেতে মিরাজের সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তকে। বাঁহাতি এই ব্যাটারকে সরিয়ে গত জুনে এক বছরের জন্য মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল।
টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সাইফকে। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ডানহাতি এই ব্যাটারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় বিসিবি। আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস।















মন্তব্য করুন: