মিরপুর টেস্টে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

১৯ নভেম্বর ২০২৫

মিরপুর টেস্টে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে একাদশে ফিরেছেন দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন অপর দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সেই ম্যাচে হাসান ২ ও নাহিদ ৩ উইকেট নিয়েছিলেন।

এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের মাইলফলক স্পর্শের ম্যাচ শুরুর আগে বিসিবির তরফ থেকে তাকে সংবর্ধনা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৪৭ রানে জিতে এগিয়ে আছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: