মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬
২০ নভেম্বর ২০২৫
মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ার পথে ছিল বাংলাদেশ। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্রুত শেষ ৫ উইকেট হারালে পাঁচশ ছুঁতে পারেনি তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিশ্চিত করার ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির পর ২১ ওভার ১ বলে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চা বিরতি দেওয়া হয়।
প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিক করেন ১০৬ রান। শততম টেস্টে একাদশ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েন তিনি। আর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে লিটন ফেরেন ১২৮ রানে।
পুরো ইনিংসে শতরানের জুটি হয়েছে মোট তিনটি। এর মধ্যে দুটি করে জুটির অংশ ছিলেন মুশফিক ও লিটন।
৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশের সবার নজর ছিল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকের দিকে। দ্বিতীয় ওভারে ১ রান নিয়ে টেস্ট ইতিহাসে একাদশ খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাকান অভিজ্ঞ এই ব্যাটার।
ক্যারিয়ারের ১৩তম শতক হাঁকাতে ডানহাতি এই ব্যাটার খেলেন ১৯৫ বল, চার মারেন ৫টি। মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন তিনি।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। বাঁহাতি স্পিনার ম্যাথিউ হাম্ফ্রিসের বলে দ্বিতীয় স্লিপে অধিনায়ক অ্যান্ডি বালবার্নি দুর্দান্ত ক্যাচ নিলে থামে তার ২১৪ বলে ৫ চারের ইনিংসটি। ভাঙে পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি।
এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে কোনো বিপদ ছাড়াই প্রথম সেশনের খেলা শেষ করেন লিটন। বিরতির আগে গ্যাভিন হোইকে সুইপে চার মেরে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান তিনি। সাদা পোশাকের ক্রিকেটে ১৫ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন তিনি। সবশেষ শতকটি আসে গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে।
৫ উইকেটে ৩৮৭ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্রুত রান তুলতে থাকেন লিটন ও মিরাজ। কিন্তু জীবন পেয়েও ফিফটি করতে পারেননি মিরাজ। পরের বলেই ক্যাচ দিয়ে ৪৭ রান করা এই ব্যাটারের বিদায়ে থামে ১২৩ রানের জুটিটি। পরের ওভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লিটনও। উইকেটকিপার এই ব্যাটার তার ১৯২ বলের ইনিংসটি সাজান ৮ চার ও ৪ ছক্কায়।
শেষ দিকে ইবাদত হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাঁচশর কাছাকাছি যায় বাংলাদেশ।
১০৯ রানে ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন।















মন্তব্য করুন: