আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৫
মুমিনুল হকের সেঞ্চুরির জন্য হয়তো ইনিংস ঘোষণা করতে দেরি করছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর বাঁহাতি এই ব্যাটার তিন অঙ্ক স্পর্শ করার আগেই আউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিয়েছে স্বাগতিকরা। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশড করতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এই ম্যাচ জিততে হলে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডের পাশাপাশি মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়তে হবে আইরিশদের। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করেছিল তারা।
অন্যদিকে মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রানের রেকর্ডটি বাংলাদেশের, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সফরকারী দলের কেউই চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত আড়াইশ রানও করতে পারেনি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২৪৪ রান করেছিল অস্ট্রেলিয়া।
১১৮ বলে ১০ চারে মুমিনুল ফেরেন ৮৭ রান করে। শততম টেস্ট খেলতে নামা মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর কেবল ৩ ওভার ব্যাটিং করে বাংলাদেশ। ৩ উইকেটে ২৮০ রান নিয়ে খেলা শুরু করার পর দ্বিতীয় ওভারে ফিফটি তুলে নেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটারের এটি ক্যারিয়ারের ৪১তম ফিফটি।
গ্যাভিন হোইয়ের পরের ওভারের শেষ বলে মিড-অফে মুমিনুল সহজ ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন। ভাঙে চতুর্থ উইকেটে ১২৩ রানের জুটিটি। প্রথম ইনিংসেও শতরানের জুটি গড়েছিলেন তারা।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ চতুর্থ ওভারে হারায় সাদমান ইসলামের উইকেট। ৭৮ রান করা বাঁহাতি এই ওপেনারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন। পরের ওভারে সাজঘরে ফেরেন শান্তও। প্রথম ইনিংসে ৮ রান করা বাংলাদেশ অধিনায়ক এবার ফেলেন ১ রান করে।
ব্যক্তিগত ১৬ রানে জীবন পান মুশফিক। ম্যাকব্রাইনের বলে অভিজ্ঞ এই ব্যাটারের স্লগ সুইপ চলে যায ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। কিন্তু সীমানা থেকে কিছুটা এগিয়ে এসে সহজ ক্যাচ নিতে পারেননি ক্যাড কারমাইকেল।
প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো মুমিনুল এবারের ফিফটি পূর্ণ করেন ৭৬ বলে। সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি এই ব্যাটারের এটি ২৫তম অর্ধশতক।
এর আগে তৃতীয় দিন মাহমুদুল হাসান জয় ও সাদমানের ১১৯ রানের উদ্বোধনী জুটিতে বিশাল লিডের ভিত পায় বাংলাদেশ। ৬০ রান করা জয়ের বিদায়ে ভাঙে এই জুটি।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: