এবার ১৬৪ রানে অলআউট ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার লক্ষ্য ২০৫
২২ নভেম্বর ২০২৫
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পার্থে চলছে পেসারদের দাপট। অস্ট্রেলিয়ার পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ২০৫ রানের লক্ষ্য দিতে পেরেছে ইংল্যান্ড।
শনিবার পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় ইংলিশরা। এবার সফরকারীদের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩৪ ওভার ৪ বল। এর আগে প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেওয়া মিচেল স্টার্ক এই ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। ৪ উইকেট নেন স্কট বোল্যান্ড। আর অভিষিক্ত ব্রেন্ডান ডগেটের শিকার ৩টি।
৯ উইকেটে ১২৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় আর ৯ রান যোগ করতেই। ন্যাথান লায়নকে (৪) তুলে নিয়ে স্বাগতিকদের গুটিয়ে দেন ব্রাইডন কার্স।
৪০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। এবারও প্রথম ওভারে শূন্য রানে জ্যাক ক্রলিকে তুলে নেন স্টার্ক। ওভারের পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নেন বাঁহাতি এই পেসার। এই নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৫তম বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি।
অন্যদিকে টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচের প্রথম তিন ইনিংসে কোনো রান ছাড়াই উদ্বোধনী জুটি শেষ হয়েছে।
দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়ে শুরু চাপ সামাল দেন বেন ডাকেট ও অলি পোপ। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৬৫ রানের এই জুটি ভেঙে ব্যাটিং-অর্ডারে ধসের শুরুটা করেন বোল্যান্ড। নিজের পরের ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন পোপ (৩৩) ও প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো হ্যারি ব্রুককে (০)।
পরের ওভারে ইংল্যান্ডের সফলতম ব্যাটার জো রুটকে (৮) বোল্ড করেন স্টার্ক। অধিনায়ক বেন স্টোকসকেও তুলে নেন তিনি। দুই ইনিংসেই এই দুই ব্যাটারকে ফেরালেন এই পেসার।
জেইমি স্মিথের (১৫) বিদায়ের পর অষ্টম উইকেটে গাস অ্যাটকিনসন ও কার্স পাল্টা আক্রমণে ৩৬ বলে দলের খাতায় যোগ করেন ৫০ রান। কার্সকে (২০) ফিরিয়ে এই জুটি ভাঙেন ডগেট। একই ওভারে জোফরা আর্চারকেও ফেরান ডানহাতি এই পেসার। পরের ওভারে অ্যাটকিনসনকে (৩৭) ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন বোল্যান্ড।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: