পেসারদের দাপটের পর হেডের তাণ্ডব, ২ দিনে জিতল অস্ট্রেলিয়া
২২ নভেম্বর ২০২৫
মিচেল স্টার্কের নেতৃত্বে পেসারদের দাপটে একবারও দুইশ রানও করতে পারেনি ইংল্যান্ড। পেস তোপে নিজেদের প্রথম ইনিংসে দেড়শর কাছেও যেতে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ট্র্যাভিস হেড। বাঁহাতি এই ব্যাটারের বিধ্বংসী সেঞ্চুরিতে দুই দিনেই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে অজিরা।
শনিবার পার্থে দ্বিতীয় দিন ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ২৮ ওভার ২ বলে তাড়া করে অস্ট্রেলিয়া। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড গুটিয়ে যায় ১৬৪ রানে।
উসমান খাজার বদলে ওপেনিংয়ে নেমে ৮৩ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১২৩ রান করেন হেড। ৬৯ বলে সেঞ্চুরি করেন যা অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২০০৬ সালে পার্থের ওয়াকায় ৫৭ বলে সেঞ্চুরি হাঁকান অ্যাডাম গিলক্রিস্ট।
প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেন তিনি।
পিঠের অস্বস্তি নিয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার খাজা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাঠ ছাড়ায় জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ওপেনিংয়ে আসেন হেড। চলতি টেস্টে ওপেনিং জুটি থেকে প্রথম রানও আসে এই জুটি থেকে।
শুরুর কয়েক ওভার দেখে শুনে খেলার পরই তাণ্ডব শুরু করেন হেড। তিনটি করে চার ও ছক্কায় ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। অভিষিক্ত ওয়েদারল্ডকে (২৩) ফিরিয়ে ৭৫ রানের জুটি ভেঙে ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি দেন ব্রাইডন কার্স। কিন্তু এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে সফরকারীদের ওপর ঝড় তোলেন হেড। চার-ছক্কার ফুলঝুড়িতে এই দুই ব্যাটার ৯২ বলে গড়েন ১১৭ রানের জুটি। জয় থেকে ১৩ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন হেড। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন লাবুশেন।
এর আগে শুক্রবার ম্যাচের প্রথম দিনই পতন হয় ১৯ উইকেটের। টস জিতে ব্যাটিংয়ে নেমে স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে ১৭২ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর ইংলিশ পেস তোপে ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
দুই ইনিংসেই জ্যাক ক্রলি, জো রুট ও স্টোকসকে শিকারে পরিণত করেন স্টার্ক।
আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: