আইরিশদের হোয়াইটওয়াশ করার কাজ এগিয়ে রাখল বাংলাদেশ

২২ নভেম্বর ২০২৫

আইরিশদের হোয়াইটওয়াশ করার কাজ এগিয়ে রাখল বাংলাদেশ

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে আয়ারল্যান্ডকে পাঁচশ ছোঁয়া লক্ষ্য দেওয়ার পর স্পিনারদের নৈপুণ্যে জয়ের দিকে এগুচ্ছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে স্বাগতিকদের দরকার আর ৪ উইকেট।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। জয়ের জন্য তাদের দরকার আরও ৩৩৩ রান। আর ম্যাচ বাঁচাতে ব্যাটিং করতে হবে পঞ্চম দিনের পুরোটা।

এর আগে ৪ উইকেটে ২৯৭ রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৬ রানের ভেতর সাজঘরে ফেরেন দুই ওপেনার অ্যান্ডি বালবার্নি (১৩) ও পল স্টার্লিং (৯)। এদের মধ্যে বালবার্নিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে মোট ২৪৭ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হন তাইজুল।

শুরুর চাপ সামাল দিতে তৃতীয় উইকেটে জুটি বাধেন ক্যাড কারমাইকেল ও হ্যারি টেক্টর। তবে কারমাইকেলকে (১৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫১ রানের জুটি ভাঙেন হাসান মুরাদ। মুশফিকের দারুণ ক্যাচে ৫০ রান করা টেক্টরকেও তুলে নেন বাঁহাতি এই স্পিনার। তিন ওভার পর প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো লরকান টাকারকে (৭) কট বিহাইন্ড করান খালেদ আহমেদ।

ফিল্ডারদের ব্যর্থতায় ষষ্ঠ উইকেটের জন্য দলকে অপেক্ষা করতে হয় ৫০তম ওভার পর্যন্ত। তিনটি জীবন পাওয়া স্টিফেন ডোয়েনিকে (১৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল।

কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন।

এর আগে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের শুরু করা বাংলাদেশ দ্রুতই সাদমান (৭৮) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১) উইকেট হারায়। তবে চতুর্থ উইকেটে মুমিনুল ও মুশফিকের ১২৩ রানের জুটিতে বিশাল লিড পায় স্বাগতিকরা। সেঞ্চুরির পথে থাকা মুমিনুল ৮৭ রান করে আউট হলে মধ্যাহ্ন ভোজের বিরতি পর ৩ ওভার খেলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: