২১৭ রানের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
২৩ নভেম্বর ২০২৫
জয়ের জন্য শেষ দিন বাংলাদেশের দরকার ছিল ৪ উইকেটের। কিন্তু আয়ারল্যান্ডের নবম উইকেট জুটির প্রতিরোধে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় দ্বিতীয় সেশনের মাঝামাঝি পর্যন্ত। শেষ পর্যন্ত প্রতিরোধ ভেঙে ২১৭ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫০৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয় ২৯১ রানে।
ম্যাচ বাঁচানোর লড়াইয়ে শেষ দিন ৫৯ ওভার ৩ বল ব্যাটিং করে আইরিশরা। একই সঙ্গে মিরপুরে সফরকারী দল হিসেবে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে তারা। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২৪৪ রান করেছিল অস্ট্রেলিয়া।
৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ডের প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দিনের ১৪তম ওভার পর্যন্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ২৫০তম টেস্ট উইকেট নেন তাইজুল ইসলাম।
এরপর অষ্টম উইকেটে জর্ডান নিলকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা কার্টিস ক্যাম্ফার তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। নিলকে (৩০) বোল্ড করে ৪৮ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
নবম উইকেটে জুটি বেধে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ান ক্যাম্ফার ও গ্যাভিন হোই। মধ্যাহ্ন ভোজের বিরতি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পেছানো হলেও এই জুটি ভাঙা যায়নি। বিরতির পরও তারা ছিলেন সাবলীল। তবে দ্বিতীয় সেশনের ২১তম ওভারে সেই প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ। হোইকে (৩৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ১৯১ বলে ৫৪ রানের জুটিটি থামান এই বাঁহাতি স্পিনার। পরের বলেই ম্যাথিউ হাম্ফ্রিসকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন তিনি। ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নেন তাইজুল। মুরাদও নেন ৪ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এরপর স্পিনারদের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করে স্বাগতিকরা। ফলোঅন না করিয়ে ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকের ফিফটিতে ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে দল।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: