শান্তর কাছে দলের সেরা ক্রিকেটার মিরাজ

২৩ নভেম্বর ২০২৫

শান্তর কাছে দলের সেরা ক্রিকেটার মিরাজ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশড করার পর প্রেস কনফারেন্সের একদম শেষে মেহেদী হাসান মিরাজের ছন্দে না থাকা নিয়ে প্রশ্ন করা হয় নাজমুল হোসেন শান্তর কাছে। বিষয়টিকে একদম উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, তার দলের সেরা ক্রিকেটার হলেন মিরাজ।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারায় বাংলাদেশ। এর আগে সিলেটে প্রথম টেস্টটি ইনিংস ও ৪৭ রানে জিতেছিল স্বাগতিকরা।

পুরো সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাট হাতে অবদান রেখেছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমরা। অন্যদিকে বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। তবে খুব বেশি ছাপ রাখতে পারেননি মিরাজ।

সিরিজের দুই টেস্টে দুই ইনিংস অভিজ্ঞ এই অলরাউন্ডার ব্যাট হাতে তিনি যথাক্রমে করেছেন ১৭ ও ৪৭ রান। চার ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৫টি।

এই সিরিজের আগে সবশেষ টেস্ট খেলেছিলেন গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন মিরাজ। সেই সফরে এক ম্যাচে রান করেছিলেন ১১ ও ৩১। বল হাতে ৭৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজের ছন্দে থাকা না নিয়ে করা প্রশ্নে যেন আকাশ থেকে পড়েন শান্ত।

মিরাজের অফ ফর্ম? না, মিরাজ তো অফ ফর্মে না। মানে এই প্রশ্নের কোনো যৌক্তিকতা আমি তো দেখলাম না। মিরাজ ফর্মেই আছে। আমার দলের সেরা ক্রিকেটার সে, সত্যি কথা।

আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ছাড়া চলতি বছর আরও একটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ।

মন্তব্য করুন: