আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ২ টি-টুয়েন্টির দলে নেই তাসকিন ও শামীম

২৩ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ২ টি-টুয়েন্টির দলে নেই তাসকিন ও শামীম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞপ্তিতে তাসকিন ও শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম করেছিলেন তারা।

বল হাতে তিন ম্যাচে কেবল ৩ উইকেট নিতে পেরেছিলেন তাসকিন। ওভারপ্রতি রান দিয়েছিলেন ১০ দশমিক ৫২ করে, যা পুরো সিরিজে সর্বোচ্চ।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে খেলা শামীম ৬ বল খেলে করেন মাত্র ২ রান। প্রথম ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অধিনায়ক লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ার আগে সাইফউদ্দিন ছিলেন এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে। চলতি বছর খেলা ৬ ইনিংসে ডানহাতি পেসে তিনি ৮ উইকেট নেন।

টি-টুয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুলের গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারের অভিষেক হয় সাদা পোশাকের ক্রিকেটে।

আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

প্রথম দুই টি-টুয়েন্টিতে বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: