না জানিয়ে শামীমকে বাদ দেওয়ায় ক্ষোভ লিটনের
২৬ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গত এক বছর ধরে এই ফরম্যাটের দলের নিয়মিত মুখ শামীম হোসেন পাটোয়ারী। বাঁহাতি এই ব্যাটারকে বাদ দেওয়ার ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে নির্বাচকদের প্রতি একপ্রকার ক্ষোভও ঝেরেছেন তিনি।
বুধবার চট্টগ্রামে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন জানান, তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নিজের আক্ষেপও লুকাননি তিনি।
“(শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন… তবে নির্বাচকরা আমাকে কোন কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে… কোনো কিছু না জানিয়েই। আমি এতদিন জানতাম যে একটা দল যখন কেউ নিয়ন্ত্রণ করে, অন্তত অধিনায়ক জানে যে কোন ক্রিকেটার কখন দলে আসবে, কখন বাইরে যাবে।”
“আমি আশা করি, বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারই সেরা ক্রিকেটার। এইজন্যই জাতীয় দলে আছে। যে ১৫ জনকেই নেওয়া হোক না কেন, তারাই ভালো করবে। তবে শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। জানিও না, কেন বা পড়েছে সে।”
শামীমকে বাদ দেওয়ায় মিডল-অর্ডারে এখন কোনো বাঁহাতি ব্যাটার নেই দলে। ফলে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সাজানো আরও সহজ হয়ে যাবে। বিষয়টি মানছেন লিটনও।
“গুড পয়েন্ট, আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথায় এসেছে এই ব্যাপারটি… সিদ্ধান্তটা শেষ পর্যন্ত যদি আমাদের ওপর থেকে আসতো, খুব ভালো হতো। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ডানহাতি-বাঁহাতি (সমন্বয়) করতে হবে।”
দল নিয়ে বোর্ডের কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে লিটন বলেন, “আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না যে, আমি কোন ক্রিকেটারকে চাই, কাকে চাই না। আমি এতদিন জানতাম, একটা মানুষ যখন অধিনায়ক, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। তব সম্প্রতি কয়েকদিন থেকে জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়েই মাঠে ভালো কিছু দেওয়া।”
বিষয়টি অধিনায়কের জন্য অপমানজনক কি না – এমন প্রশ্নের জবাবে এই উইকেটকিপার-ব্যাটার বলেন, “অপমানজনক…জায়গা বলব না। তবে আমার মনে হয়, কোচ এবং অধিনায়কের জানা উচিত (দল নিয়ে)। সেই জায়গা থেকে… আমরা কিছুই জানি না। যদি বিশ্বকাপেও একই জিনিস ঘটে, আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দল থেকেই চেষ্টা করব একাদশ খেলানোর।”















মন্তব্য করুন: